জর্ডনের জাতীয় দলের হয়ে খেললেন হিজাজি, উচ্ছ্বসিত লাল হলুদ শিবিরের কর্তা থেকে সমর্থক
ডুরান্ড কাপ থেকে আগেই বিদায় ইস্টবেঙ্গলের। আইএসএলের আগে কোনও ম্যাচ নেই। দেশের হয়ে খেলার ডাক পাওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছিল লাল হলুদ কর্তৃপক্ষ। ইস্টবেঙ্গলের ফুটবলার হিজাজি মাহের তাঁর দেশ জর্ডনের সিনিয়র দলের হয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। পুরো ৯০ মিনিট খেলেন লাল হলুদের ডিফেন্ডার। হিজাজির দল ২-১ গোলে হারায় উত্তর কোরিয়াকে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাঁর দেশের হয়ে সুযোগ পাওয়া এবং পুরো ম্যাচ খেলায় খুশি লাল হলুদ কর্তারা।
আইএসএলে খেলা অধিকাংশ বিদেশি ফুটবলার ভারতে খেলতে আসে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর। ব্যতিক্রম হিজাজি। ভারতের একটি ক্লাবে খেলতে খেলতেই দেশের হয়ে খেলার ডাক পেলেন।পিছিয়ে নেই মোহনবাগানও। দলে রয়েছে তিনজন বিশ্বকাপার। ২০২২ বিশ্বকাপ দলে ছিলেন জেসন কামিন্স। একটি ম্যাচ খেলেনও। যোগ দেওয়ার পর থেকে আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি। বর্তমানে আরও এক বিশ্বকাপার রয়েছে মোহনবাগানে। তিনি জেমি ম্যাকলারেন। জেমি অস্ট্রেলিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য। ২০২৩ সালে শেষবার দেশের হয়ে খেলেন। সেখানে সত্যিই দৃষ্টান্ত সৃষ্টি করলেন হিজাজি। বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে রয়েছে জর্ডনের ফুটবল দল। যা ভারতীয় দলের থেকে অনেকটাই ওপরে। ভারতীয় ফুটবলে খেলে জর্ডনের মতো দলে সুযোগ পাওয়া, এবং পুরো ৯০ মিনিট খেলা, নিঃসন্দেহে কৃতিত্বের। হিজাজির সাফল্যে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল সমর্থকরা।