বিটি রোডে অবরুদ্ধ ৪ ঘণ্টা! পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর
বরাহনগরের কাছে শনিবার ভোর ৪টে থেকে অবরুদ্ধ বিটি রোড। সাড়ে চার ঘণ্টা অবরোধ। অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর। ডানলপের দিক থেকে শ্যামবাজারের দিকে যাওয়ার পথে সিঁথির মোড়ে অবরোধ ভোর থেকে। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ। যানজট ছড়িয়ে পড়ে শ্যামবাজার পর্যন্ত। কর্তব্যরত এক পুলিশকর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা। তাঁদের বিরুদ্ধে এফআইআরের কপি হাতে পাওয়ার পর অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা।
সিথির মোড় এলাকায় শুক্রবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীরা। রাত ১১টা থেকে রাস্তার এক দিক আটকে পথনাটিকা চলেছে। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লিখে দেওয়া হয়। অভিযোগ, রাত সাড়ে ৩টে নাগাদ গোলমাল শুরু হয়। পুলিশ লেখা বাইক নিয়ে মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলান্টিয়ার পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারেন বলে অভিযোগ। পড়ুয়াদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেন। ওই সিভিক ভলান্টিয়ারকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, এর পর এক পুলিশকর্মী ঘটনাস্থলে এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। এতে পড়ুয়াদের ক্ষোভ আরও বেড়ে যায়। ওই পুলিশকর্মীও নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তনীদের।
অবরোধ তুলে নিয়ে রবীন্দ্রভারতীর এক পড়ুয়া বলেন, ‘‘অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম গঙ্গাসাগর ঘোষ। যে সার্জেন্টকে আমরা আটকে রেখেছিলাম, তাঁর নাম তারকেশ্বর পুরি। দু’জনের বিরুদ্ধে কাশীপুর থানায় এফআইআর হয়েছে। পুলিশ আমাদের সেই কপি পাঠিয়েছে। কাশীপুর থানায় ওই সিভিককে হেফাজতে নেওয়া হয়েছে। তাই আমরা অবরোধ তুলে নিচ্ছি। অনেক সাধারণ মানুষ অসুবিধায় পড়েছেন, তা আমরা কখনোই চাই না।’’