আমানতকারীদের জন্য বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালিতে রাখা কয়েক কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা

অনেকেই ফেরত পেতে চলেছেন জমানো টাকা। বাংলায় চিটফান্ড দুর্নীতির তদন্তে নেমে ইডির পদক্ষেপ। বিভিন্ন চিটফান্ডে রাখা টাকা এখনও ফেরত পাননি বহু আমানতকারী। তদন্তের আওতায় থাকা চিটফান্ডগুলির মধ্যে অন্যতম রোজভ্যালি। সংস্থাতে কয়েক কোটি টাকা রেখেছিলেন বহু আমানতকারী। এবার তাঁদের মধ্যে অনেকেই ফেরত পেতে চলেছেন সেই টাকা।
রিপোর্ট অনুযায়ী, রোজভ্যালিতে রাখা টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার জন্যে বড় পদক্ষেপ করেছে ইডি। অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে ১৯ কোটি ৪০ লাখ টাকার চেক তুলে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালিতে টাকা রাখা আমানতকারীদের তাদের অর্থ ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে এই অ্যাসেট ডিসপোজাল কমিটির উপর।
রোজভ্যালি কাণ্ডের তদন্তে নেমে কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই বাজেয়াপ্ত সম্পত্তি বাবদ এই ১৯ কোটি ৪০ লাখ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিল ইডি। ম্যাঙ্গো লেনে গিয়ে অ্যাসেট ডিসপোজাল কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন ইডির স্পেশাল ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা।