October 3, 2024

টোকিওর পর প্যারিসেও সোনা অবনী লেখারার, শুটিংয়ে জোড়া পদক, প্যারালিম্পিক্সে চতুর্থ পদক ভারতের ভারতের

0

প্যারিস প্যারা অলিম্পিকে প্রথম পদক ভারতের ঝুলিতে। একই ইভেন্টে জোড়া পদক জিতে প্যারা অলিম্পিক অভিযান শুরু ভারতের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে সোনা জিতলেন অবনী লেখারা। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। এর আগে টোকিও প্যারা অলিম্পিকেও সোনা জিতেছিলেন অবনী। ফলে, এবার তাঁকে ঘিরে আগে থেকেই প্রত্যাশা ছিল। সেই চাপ মাথায় নিয়েই বাজিমাত করলেন তিনি। ফাইনাল রাউন্ডে অবনীর স্কোর ২৪৯.৭। রূপো এসেছে দক্ষিণ কোরিয়ার দখলে। ২২৮.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মোনা। প্যারিস অলিম্পিক থেকে ভারত সোনা পায়নি।

প্যারা অলিম্পিকে সেই আক্ষেপ রইল না। অলিম্পিক থেকেই শুটিংয়ে দুর্দান্ত চমক দেখাচ্ছেন ভারতীয় শুটাররা। মানু ভাকের, সর্বজ্যোৎ সিংয়ের পর প্যারা অলিম্পিকেও দুর্দান্ত ফল করলেন অবনী, মোনা। এখনও শুটিংয়ের দলগত বিভাগ বাকি রয়েছে। এই ইভেন্টে সোনা জিতে ইতিমধ্যেই প্যারা অলিম্পিকের পদক তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ভারত। একটি সোনা এবং একটি ব্রোঞ্জ পেয়ে ভারত রয়েছে নয় নম্বরে। ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচওয়ান ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন অবনী। মোনা ছিলেন পঞ্চম স্থানে। ফাইনালে দুজনের কেউই হতাশ করেননি। প্যারিস প্যারালিম্পিক্সের শুটিং থেকে তৃতীয় পদক পেল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে রুপো পেলেন মণীশ নারওয়াল। ২৩৪.৯ স্কোর করলেন তিনি। এ বারের গেমস থেকে দেশকে চতুর্থ পদক দিলেন। মণীশ রুপো জেতেন ২৩৪.৯ স্কোর করে। ২.৫ পয়েন্ট পিছিয়ে থাকেন শেষ পর্যন্ত। ২১৪.৩ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন ইয়াং চাও। এই নিয়ে একটি সোনা, একটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ জিতল ভারত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed