February 18, 2025

সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপ, মিটল মহমেডানের ইনভেস্টর সমস্যা

0
Mahamedan

আইএসএলের আগেই মিটল মহমেডান স্পোর্টিং‌য়ের ইনভেস্টর সমস্যা। বৃহস্পতিবার বাঙ্কারহিল এবং শ্রাচী স্পোর্টসের মধ্যে মউ সাক্ষরিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপে সমস্যার সমাধান। ভুল বোঝাবুঝি মেটাতে বড় ভূমিকা নেন সৌরভ। মূলত তাঁর অনুরোধেই মহমেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল শ্রাচী স্পোর্টস। বিতর্ক ভুলে সামনের দিকে তাকাতে চায় মহমেডান কর্তারা। লক্ষ্য প্রথম আইএসএলে শক্তিশালী টিম করা। মহমেডান সচিব ইশতিয়াক আহমেদ বলেন, ‘‌একটা পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে। সেটা মিটেও যায়। মমতা ব্যানার্জি এবং সৌরভ গাঙ্গুলি আমাদের অনেক সাহায্য করেছে এই চুক্তির ক্ষেত্রে। তাই তাঁদের ধন্যবাদ জানাই। আমরা আইএসএলের জন্য ভাল দল গঠন করতে চাই।’‌

সাতজনকে নিয়ে গঠন করা বোর্ডে থাকছেন মহমেডান থেকে বোর্ড অফ ডিরেক্টরে‌ থাকছেন সভাপতি আমিরউদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদ এবং মুশতাক আহমেদ সিদ্দিকী। বাঙ্কারহিল থেকে দীপক কুমার সিং এবং কণিষ্ক শীল। শ্রাচী থেকে রাহুল টোডি এবং তমাল রায়চৌধুরী। রাহুল টোডিকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। শ্রাচীর ম্যানেজিং ডিরেক্টর জানান, আর তাঁরা পেছন ফিরে তাকাতে চান না। রাহুল টোডি বলেন, ‘‌এটা ঠিক ভুল বোঝাবুঝি নয়। অনেক সময় এক পক্ষ উভয় পক্ষকে নিজের পজিশন বোঝাতে পারে না। সংস্থায় অনেক লোককে নিয়ে চলতে হয়। দাদা, দিদি সবাই ছিল ওপরে। তাই এটা হওয়ারই ছিল। শুধু একটু দেরি হল।’‌ দীপক কুমার সিং বলেন, ‘‌নতুন সম্পর্কে বিশ্বাস আসতে সময় লাগে। আমরা চুক্তির আগে সবকিছু ক্লিয়ার করে নিতে চেয়েছিলাম। একটা বোঝাপড়ায় আসতে সময় লাগল। সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা আছে। ক্লাবের পরিস্থিতি সম্বন্ধে ওদেরও জানার অধিকার আছে। তাই লাইভ করেছিলাম।’‌ আইএসএলের আগে মহমেডানকে নিয়ে একাধিক পরিকল্পনা ইনভেস্টরদের। দলের ফ্যান বেস বাড়াতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্মি, বাইকার গ্যাং গঠন করার পাশাপাশি আরও কয়েকটা অভিনব পরিকল্পনা মহমেডানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed