‘কেমন আছো হে কলেজ স্ট্রিট? আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে আরজি করের পরিবার
‘কেমন আছো হে কলেজ স্ট্রিট? কেমন আছো হে কলকাতা?’ ১৯৯৫ সালে সুমন গেয়েছিলেন,প্রায় তিন দশক পরে এই ২০২৪ সালে কেমন আছে সেই কলেজ স্ট্রিট? প্রশ্নটা সহজ। আর উত্তরও জানা। কলেজ স্ট্রিট আন্দোলনের ধাত্রীভূমি। আরজি কর-কাণ্ডের মিছিলে পা মেলালেন স্বয়ং রাধাগোবিন্দ করের পরিবার। তাঁরা লজ্জিত, ক্ষোভে ফেটে পড়লেন একে একে। অপরাধীকে আড়াল করার চেষ্টা থেকে শুরু করে গদি বাঁচানোর লড়াই। ডা: রাধাগোবিন্দ করের প্রোপৌত্রী ডা: সুজাতা করের গলায় রাজ্যের পুলিশমন্ত্রীর প্রতি ঘৃনামিশ্রিত বিষাদের সুর। বিষাদের শহরে চারটি মিছিল বেরিয়েছিল আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে। চারটিরই সূচনা কলেজ স্ট্রিট থেকে।
বিভিন্ন পেশার মহিলাদের ‘অঙ্গীকার যাত্রা’। মিছিল ‘পথের দাবি’তেও ভিড় হয়েছিল প্রচুর। কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাবের সমর্থকেরা। মিছিলে ‘পথের দাবি’র সঙ্গেই মিশে যায়। গত ১৪ অগস্ট মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’ করার আহ্বানেও যাদবপুর, অ্যাকাডেমির পাশাপাশি সাড়া দিয়েছিল কলেজ স্ট্রিটও। নারী নির্যাতনে অভিযুক্ত দলের ‘গুণধরেরাই’ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ‘মুখ’! ক্ষোভে মানুষ কলেজ স্ট্রিটকে বলেন ‘নলেজ স্ট্রিট’। আবার নবজাগরণের আন্দোলন।
মুখরিত মিছিল-স্লোগানে। কলেজ স্ট্রিটকে ঘিরে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামিল। এক দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (পূর্বতন প্রেসিডেন্সি কলেজ), সংস্কৃত কলেজ। অন্যদিকে হিন্দু স্কুল, হেয়ার স্কুল এবং সংস্কৃত কলেজিয়েট স্কুল। বিভিন্ন বয়সি পড়ুয়া এবং তরুণ-তরুণীদের সমাগম। আশ্চর্য নয় যে, সেই এলাকাকে কেন্দ্র করেই যে ছাত্র আন্দোলন গড়ে উঠবে। সবচেয়ে বড় ভূমিকা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ‘কলকাতার মস্তিষ্ক’ কলেজ স্ট্রিটে জমায়েত করে সমাজের মস্তিষ্কে আঘাত করতে চাইছেন আন্দোলনকারীরা? ইতিহাসের চাকা ঘুরে গিয়েছে। ২০১১ সালে বামেদের হারিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। ১৩ বছর পরে যাঁর প্রশাসনের বিরুদ্ধেই গর্জন শুরু হচ্ছে সেই কলেজ স্ট্রিট থেকে। সেই ১৯৯৫ সালে ‘কলেজ স্ট্রিট’ গানে সুমন গেয়েছিলেন, ‘কেমন আছো হে কলকাতা? অসুখ-বিসুখ বাপরে বাপ! গলায় ঝোলানো স্টেথোস্কোপ, কমছে-বাড়ছে রক্তচাপ’। সমাপতন। কিন্তু গলায় স্টেথোস্কোপ-ঝোলানো এক তরুণী চিকিৎসকের উপর নির্যাতন এবং খুনের প্রতিবাদের জন্য বিরোধীদের সূতিকাগৃহ হয়ে আবার দেখা দিয়েছে কলেজ স্ট্রিট। রক্তচাপ বাড়ছে-কমছে শাসকের।