‘আরজি করের বোনটিকে’টিএমসিপি প্রতিষ্ঠা দিবস উৎসর্গ! সন্দীপকে রক্ষা করার চেষ্টার আড়ালে প্রতিবাদীদের ‘মন গলাতে’ বার্তা মমতার
আরজি কর কাণ্ডের প্রথম দিক খেকে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ছিলোই। রাশ নিজের হাতে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সরকারের দিকেই আঙুল ওঠে তির্যকভাবে। কেঁচো খুঁড়তে কেউটে বলেই অনেকের ধারনা হয়ে দাঁড়ায়। এই আবহে প্রতিবাদে মুখর গোটা রাজ্য। সাধারণ মানুষই পথে নামেন। মমতার বিরুদ্ধে পথে নামেন লক্ষ লক্ষ মহিলা। এমন সময় প্রতিবাদীদের ‘মন গলাতে’ আরজি কর নিয়ে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তিনি উৎসর্গ করলেন আরজি করের নির্যাতিতার প্রতি।
আরজিকর কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষের পদোন্নতি। আড়াল করার চেষ্টা সবই দেখেছে রাজ্য। আপাতত বিজেপির রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা আবার নতুন দিশা দেখাচ্ছে। বিজেপির এই সুযোগ সন্ধানী রাজনীতিও মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। বিচারের নামে চলছে প্রহসন বলে মনে করছেন বিচারপ্রার্থীরা। এদিকে সোশ্যাল মিডিয়ায় সুদীর্ঘ বার্তা তৃণমূল সুপ্রিমোর, ‘আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আরজি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আরজি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।’