বাংলা দলের অধিনায়ক ঋদ্ধিমান? ব্যাটার ঋদ্ধি চান উইকেটরক্ষকের ভূমিকায় অভিষেকই খেলুক
উইকেটরক্ষক অভিষেক পোড়েল। ঋদ্ধিমান উইকেটরক্ষক হিসাবে খেলবেন না? ৩১ জনের তালিকা ঘোষণা করল বাংলার ক্রিকেট সংস্থা। দু’বছর পর আবার বাংলা দলে ঋদ্ধিমান সাহা। আগামী মরসুমে শুধু ব্যাটার হিসাবেই খেলবেন। উইকেটরক্ষক হিসাবে থাকবেন অভিষেক পোড়েল। ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ৩৯ বছর বয়সেও উইকেটের পিছনে তিনি যথেষ্ট সাবলীল। বাংলার হয়ে উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে না। কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়, ঋদ্ধি চাইছে অভিষেককে উইকেটরক্ষক হিসাবে সকলে চিনুক। ও নিজের সেই জায়গাটা তৈরি করুক। প্রয়োজন হলে তবেই ঋদ্ধি উইকেটরক্ষক হিসাবে খেলবে।
বাংলা দলের উইকেটরক্ষক অভিষেকের সঙ্গে আর একজন উইকেটরক্ষক সৌরভ পাল। গত মরসুমে ওপেনার হিসাবে খেলেছিলেন সৌরভ। বাংলা যে ৩১ জনের নাম ঘোষণা করেছে তাতে জায়গা হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়েরও। দলে রয়েছেন অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরন, অনুষ্টুপ মজুমদার, মহম্মদ শামি, শাহবাজ আহমেদেরা। ৩১ জনের তালিকা প্রকাশ করলেও অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলা। মনোজ তিওয়ারি অবসর নেওয়ার পর কে বাংলার অধিনায়কের দৌড়ে রয়েছেন অভিমন্যু এবং ঋদ্ধিমান।