নবান্ন অভিযান! হাওড়ার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, হাওড়ার কোন কোন রাস্তায় অটো-টোটো চলাচলে বিধিনিষেধ
নবান্ন অভিযান। হাওড়ার রাস্তায় আজ টোটো এবং অটো চলাচলের উপরে বিধিনিষেধ জারি। হাওড়া, সাঁতরাগাছি, শালিমারের মতো স্টেশনে যেতে হাওড়ার ট্র্যাফিক বিধিনিষেধ। নবান্ন অভিযানের জেরে হাওড়া কমিশনারেটের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হল। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ সেই অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজ আবার UGC-NET পরীক্ষা। হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত কয়েকটি রাস্তায় পণ্যবাহী গাড়ি, অটো এবং টোটো চলাচলের উপরে বিধিনিষেধ জারি। ছাড় পাবে জরুরি কাজে ব্যবহৃত, এলপিজি গ্যাস, আনাজপাতি, ফলমূল এবং দুধ বহনকারী গাড়ি।
পণ্যবাহী গাড়ি ও অটো/টোটোর চলাচল বিধিনিষেধ —
১) আলমপুরে উড়ালপুলের নীচে ‘নো এন্ট্রি পয়েন্টে’ সমস্ত পণ্যবাহী গাড়ি আটকানো হবে। আন্দুল রোড, দ্বিতীয় হুগলির সেতু অভিমুখী গাড়ির ক্ষেত্রে নিষোধাজ্ঞা।
২) নিরবা-১ এবং নিবড়া-২ পয়েন্ট (১৬ নম্বর জাতীয় সড়ক থেকে কোনা এক্সপ্রেসওয়েমুখী)।
৩) মন্দিরতলার দিকে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্প।
৪) কোনা ট্রাক টার্মিনাল (কলকাতার দিকে), কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু বরাবর হাওড়া শহরের দিকে।
৫) সলপ মোড়ের কাছে টিসি মোটর (দ্বিতীয় হুগলি দিয়ে কলকাতামুখী গাড়ি)।
৬) সলপ বাজার (বাঁকড়া এবং দাশনগরের দিকে)।
৭) কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসা হাওড়া এবং জিটি রোডমুখী গাড়ি।
৮) ফোরশোর রোড বরাবর হাওড়ার দিকে কয়লা ডিপো।
৯) হাওড়া রেলওয়ে মিউজিয়াম রোড (গ্র্যান্ড ফোরশোর রোডে বাঁশতলা ঘাট ক্রসিংয়ের দিকে)।
১০) শালিমার (আন্দুল রোড, কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুর দিকে)।
১১) ১৬ নম্বর জাতীয় সড়ক বা বালির দিকে মাইতিপাড়া ক্রসিং।
১২) নিবেদিতা সেতুর দিকে ২ নম্বর জাতীয় সড়ক এবং ১৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিং।
১৩) পুরো বালি ব্রিজ বা নিবেদিতা সেতুর দিকে জিরো পয়েন্ট ক্রসিং।
১৪) জিটি রোড বরাবর বালির দিকে নিমতলা ক্রসিং।
১৫) জিটি রোডের দিকে বালিখাল।
১৬) বেনারস রোডের উপরে বামুনগাছি।
১৭) বেনারস রোডের উপরে কোনা মোড় (সালকিয়ার দিকে)।
১৮) কোনা মোড়ের দিকে বেনারস রোডের উপরে বাইগাছি।
১৯) হাওড়া-আমতা রোডের উপর আলামোহন দাস রোড।
২০) লিলুয়া স্টেশনের ফ্লাইওভার।
২১) হাওড়া শহরের মধ্যে সবধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
গাড়ি চলাচল নিয়ন্ত্রণ —
১) কোনা এক্সপ্রেসওয়ে: নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু।
২) আন্দুল রোড: আলমপুর থেকে লক্ষ্মী নারায়ণতলা মোড়।
৩) জিটি রোড: মল্লিক ফটক থেকে বেতাইতলা।
৪) দ্বিতীয় হুগলি সেতু থেকে মন্দিরতলা।
৫) কাজিপাড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু।
৬) ফোরশোর রোড-কাজিপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং।
৭) হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড।
৮) আলমপুর ক্রসিং: কলকাতামুখী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
৯) নিবড়া-২ পয়েন্ট(নিবরা হাইস্কুল):কলকাতামুখী গাড়িগুলি নিবেদিতা সেতুর অভিমুখে যাবে।
১০) ১৬ নম্বর জাতীয় সড়কে টিসি মোটরের কাট-আউট: ডানকুনি থেকে আগত গাড়িগুলিকে অঙ্কুরহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর ইউ-টার্ন নিয়ে নিবেদিতা সেতু ধরে বেরিয়ে যাবে।১
১১) সলপপাড়া: ডোমজুড় থেকে কলকাতার দিকে যাওয়া গাড়িগুলিকে নিবেদিতা সেতুতে নিয়ে যাওয়া হবে।
১২) নিরবা-১ পয়েন্ট: অঙ্কুরহাটি দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ইউ-টার্নের পরে নিবেদিতা সেতু ধরে কলকাতার দিকে চলে যাবে।
১৩) বেলেপোল: ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। বেতোর মোড় দিকে সাঁতরাগাছি স্টেশনমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।
১৪) শানপুর মোড়:কলকাতামুখী গাড়িগুলি ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা,বেনারস রোড-সালকিয়া হয়ে যাবে।
১৫) চ্যাটার্জিপাড়া: কলকাতার দিকে যে গাড়িগুলি যাবে, সেগুলি ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া ধরে যেতে পারবে।
১৬) বেলগাছিয়া: বেনারস রোড-সালকিয়া ধরে বেরিয়ে যাবে কলকাতামুখী গাড়িগুলি।
১৭) ইচ্ছাপুর: কলকাতামুখী গাড়িগুলিকে ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
১৮) নিউ ক্যাব রোড থেকে হাওড়া ময়দানগামী বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে ইউ-টার্ন নিয়ে নিউ ক্যাব রোড কাট-আউটের দিকে বেরিয়ে যাবে (যদি প্রয়োজন পড়ে)।
কলকাতামুখী বা হাওড়ামুখী গাড়িগুলি —
১) ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যে গাড়িগুলি আসছে এবং দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতার দিকে যাবে, সেগুলি নিবরা থেকে নিবেদিতা সেতু ধরে কলকাতার দিকে যেতে পারে।
২) ডানকুনি আগত যে গাড়িগুলি কলকাতার দিকে যাবে, সেগুলি দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু ধরে যেতে পারে।
৩) কলকাতার দিক থেকে আসা যে গাড়িগুলি হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতু ধরত, সেগুলি জিটি রোড দিয়ে বেরিয়ে গিয়ে নিবেদিতা সেতু ধরে যেতে পারে।
৪) কলকাতা থেকে আগত হাওড়ামুখী গাড়িগুলি নিবেদিতা সেতু ধরে যেতে পারে। উঠতে হবে না হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতুতে।
নবান্ন অভিযানে এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ বর্মা, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়দের দাবি, “নবান্ন অভিযানে সাধারণের ভিড়ে মিশে কিছু দুষ্কৃতী ব্যাপক গোলমাল, অশান্তি, হিংসা, বিশৃঙ্খলা ছড়াতে পারে। আন্দোলনের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের রেখে এমন কিছু গোলমাল পাকানো বা প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে, যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে উঠবে। যাতে পুলিশ বাধ্য হবে বলপ্রয়োগ করতে।’’ নবান্নের ভিতরে-বাইরে সাদা পোশাকে টহল পুলিশের গোয়েন্দা-তথ্য জোগাড়েও বাড়তি তৎপরতা। র্যাপিড অ্যাকশন ফোর্স, ইএফআর, স্ট্র্যাকো মিলিয়ে থাকবে ২১০০ জওয়ান। থাকবেন এসপি, ডিসিপি, কমান্ডান্ট পদমর্যাদার ১৩, এএসপি-এডিসিপি ১৫, ডিএসপি-এসিপি পদের ২২ এবং ইন্সপেক্টর পদের ২৬ জন।