January 17, 2025

শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল রুখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় নবান্নে!‌ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের দোষীদের আড়াল করতে তৎপর প্রশাসন?‌

0
Nabanna

বৃষ্টি মাথায় নিয়েই দূরদূরান্ত থেকে নবান্নমুখী ছাত্রছাত্রীরা। আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তিন সপ্তাহ অতিক্রান্ত। সিবিআইয়ের হাতে তদন্তভার। অগ্রগতি ঢিমেতালে। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার দাবি সব মহলে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। নেপথ্যে বিজেপি-আরএসএস যোগ?‌ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে। পুলিশ অশান্তি এড়াতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। ট্রাফিক সমস্যা এড়াতে বিশেষ পরিকল্পনা রয়েছে লালবাজারের।

শুধু ছাত্ররা নয়, বুধবার ফের রাস্তায় নামছে চিকিৎসকরা। জুনিয়র ডক্টরস ফেডারেশন শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। নবান্ন অভিযানে শামিল হতে দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে নদীপথে রওনা কয়েকশো ছাত্র-ছাত্রী। সঙ্গে অভিভাবকরাও। ঝড়বৃষ্টি উপেক্ষা করেই কলকাতামুখী। প্রতিবাদের কন্ঠ রোধ করার চেষ্টায় প্রসাসন। ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন,”আগামীকাল বাংলার ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে। এর মধ্যে জোর করে আন্দোলন দমনের খবর আসছে। আমি সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে বাংলায় যেন সরকারি ক্ষমতার অপব্যবহার করা না হয়। মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা। সংখ্যাগরিষ্ঠতার কণ্ঠরোধ করা নয়।”

নবান্ন অভিযান ঘিরে কলকাতা শহরে বহু স্কুলে ক্লাস বন্ধ ও পরীক্ষা পিছিয়ে দেওয়ারও নোটিস জারি। কলকাতার সেন্ট জেমস স্কুলে মঙ্গলবার ক্লাস বন্ধ থাকলেও, স্কুল হবে শনিবার। গোখেল মেমোরিয়াল স্কুলে মঙ্গলবার ক্লাস বন্ধ থাকছে। মঙ্গলবার ক্লাস বন্ধ রয়েছে ডিপিএস রুবি পার্কে। ক্যালকাটা বয়েজ স্কুলে মঙ্গলবার অনলাইনে ক্লাসের কথা বলা হয়েছে। ক্যালক্যাটা গার্লসে বন্ধ থাকছে ক্লাস। লা মার্টিনিয়ার্স স্কুলে দুপুর ২.২০ মিনিটে ছুটির বদলে ছুটি হবে ১২.৩০ মিনিটে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ক্লাস। ওই স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাসে বেলা ১২ টায় ছুটি। অনলাইনে ক্লাস হবে আজ জিডি বিড়লা স্কুলে। পরীক্ষা স্থগিত রয়েছে সুশীলা বিড়লা গার্লস স্কুলে। এই স্কুলে পরীক্ষা স্থগিত রয়েছে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত, অনলাইনে ক্লাস হবে চতুর্থ শ্রেণি পর্যন্ত।

৬ হাজার পুলিশ রাস্তায়। ১৯টি জায়গায় ব‌্যারিকেড। এর মধ্যে পাঁচটি জায়গায় অ‌্যালুমিনিয়ামের দেওয়াল। জলকামান ও বজ্র। চারজন অতিরিক্ত পুলিশ কমিশনার, ৬ জন যুগ্ম পুলিশ কমিশনার, ২৬ জন ডিসির তত্ত্বাবধানে বিশাল পুলিশবাহিনী। হাওড়া ব্রিজের কাছে স্ট্র‌্যান্ড রোড ও এম জি রোডের সংযোগস্থলে কলেজ স্কোয়ার থেকে আসা মিছিল আটকানোর পরিকল্পনা। একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, দু’জন যুগ্ম পুলিশ কমিশনার, আটজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার, কুড়িজন ইন্সপেক্টর, ৯০ জন আধিকারিক, ৬০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। এ ছাড়াও টার্ফ ভিউ, হেস্টিংয়ের চারটি জায়গা, ফার্লং গেট রোড, বিদ‌্যাসাগর সেতুর একাধিক জায়গায় অ‌্যালুমিনিয়াম ব‌্যারিকেড, সিজার ব‌্যারিকেড, গার্ডরেলের ব‌্যারিকেড। পদস্থ পুলিশকর্তাদের তত্ত্বাবধানে থাকছে বিশাল পুলিশবাহিনী। শ‌্যামবাজার, আরজিকর, আলিপুর, হাজরা, কালীঘাট-সহ বিভিন্ন জায়গায় থাকছে অতিরিক্ত পুলিশবাহিনী। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ‌্যায় বলেছেন, মঙ্গলবার নিট পরীক্ষা আছে। কোনও পরীক্ষার্থী অথবা অন‌্য কেউ কোনও সমস‌্যায় পড়লে যেন স্থানীয় থানাকে অথবা ১০০ ডায়ালে ফোন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed