October 5, 2024

প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল সরে গেল, আইএসএলের আগে বিরাট সমস্যায় মহমেডান

0

আইএসএলে মহমেডান স্পোর্টিংয়ের অন্তর্ভুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ।‌ ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বিপাকে কলকাতার তৃতীয় প্রধান। আইএসএল শুরু হওয়ার প্রাক্কালে বড় ধাক্কা। সরে গেল প্রধান ইনভেস্টর বাঙ্কারহিল। শ্রাচী স্পোর্টসের সঙ্গে তিন বছরের চুক্তি হওয়ার কথা ছিল। সেই চুক্তি আপাতত আর হচ্ছে না। ঘোর সমস্যায় পড়ে গেল মহমেডান। নিজের ফেসবুক পেজে লাইভ করে এমনই জানান বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং।

চুক্তি ভেস্তে যাওয়ার প্রধান তিনটে কারণে। দুই সংস্থার মধ্যে একটি টার্মশিট সইয়ের কথা ছিল। তাতে একাধিক পরিবর্তন চান মহমেডান কর্তারা। প্রথমে ঠিক হয়েছিল বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে দু’জন ক্লাবের, দু’জন বাঙ্কারহিলের এবং দু’জন শ্রাচী স্পোর্টসের থাকবে। যারা ফুটবল দলের দেখভাল করবে। আচমকা ক্লাব কর্তারা বোর্ড অফ ডিরেক্টরে তাঁদের পাঁচজন সদস্যকে চান। যা ইনভেস্টর হিসেবে মেনে নেয়নি বাঙ্কারহিল। এছাড়াও বোর্ডের চেয়ারম্যান হিসেবে ক্লাবের সদস্যকেই চাইছেন কর্তারা। যার হাতে ফুটবল দলের দায়িত্ব থাকবে। গত ১৫ দিন ধরে এই নিয়ে প্রচুর আলোচনা, চর্চা সত্ত্বেও ফলপ্রসূ হয়নি। বাঙ্কারহিলকে ৬১ শতাংশ শেয়ার দেওয়ার কথা ছিল মহমেডানের।‌ শেয়ার এখনও ট্রান্সফার হয়নি। শেয়ার এখনও ক্লাবের কর্তাদের নামেই আছে।

বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং বলেন, ‘‌গত চার বছর ধরে অনেক চেষ্টা করেছি ক্লাবকে একটা ভাল জায়গায় নিয়ে যাওয়ার। সেদিকেই আমরা এগোচ্ছিলাম। বাঙ্কারহিল আইএসএল খেলার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সুযোগও চলে আসে। শেষ মুহূর্তে এইসব কারণের জন্য বাঙ্কারহিলের সঙ্গে শ্রাচী স্পোর্টসের চুক্তি হচ্ছে না। তাই আগামী দিনগুলো মহমেডানের জন্য কঠিন হতে চলেছে। তবে ক্লাবে অভিজ্ঞ লোকেরা আছে। আগেও বহু সমস্যা থেকে ক্লাবকে বের করেছে। আশা করব এবারও সেটাই হবে।’‌ এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধান ইনভেস্টরের সরে যাওয়া মহমেডানের আইএসএল খেলার স্বপ্নে বড় ধাক্কা। আবার নতুন করে ইনভেস্টর খুঁজতে হবে। হাতে বেশি সময় নেই। ১৬ সেপ্টেম্বর নর্থ ইস্ট ম্যাচ দিয়ে মহমেডানের আইএসএল যাত্রা শুরু।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed