ঝটিকা সফরে শহরে কেএল রাহুল, কলকাতায় সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক
কলকাতায় কে এল রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার ডাকে জরুরি বৈঠকে যোগ দিতে শহরে এলেন তারকা ক্রিকেটার। আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে মিটিং হয়েছে। কেএল রাহুলকে রাখতে আগ্রহী লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের নিলামের আগে কাদের রিটেন করা হবে সেই নিয়েও আলোচনা হয়। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন রাহুল। কলকাতায় এসে লখনউয়ের কর্ণধারের সঙ্গে বৈঠক অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ২০২৫ আইপিএলে এলএসজির অধিনায়ক হিসেবেই হয়তো দেখা যাবে রাহুলকে।
গত আইপিএলে লখনউ একটি ম্যাচ হারার পর প্রকাশ্যে রাহুলকে ধমক দেন সঞ্জীব গোয়েঙ্কা। মাঠে দাঁড়িয়েই রাগত স্বরে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় কলকাতার শিল্পপতিকে। যা চুপচাপ শোনেন শান্ত স্বভাবের রাহুল। টিভির ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। এই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেন, আগামী আইপিএলে আর লখনউয়ের হয়ে খেলা উচিত না রাহুলের। ঘটনার পরই নিজের বাড়িতে ডেকে তারকা ক্রিকেটারের সঙ্গে মিটমাট করে নেন লখনউয়ের কর্ণধার। তাসত্ত্বেও শোনা যাচ্ছিল, পরের আইপিএলে আরসিবিতে ফিরতে পারেন রাহুল। ঝটিকা সফরে কলকাতায় এসে লখনউ ফেরার ইঙ্গিত দিলেন কে এল রাহুল।