October 7, 2024

কলকাতায় ভারী বৃষ্টি থামছে না!‌ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস

0

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। সোমবারও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল কলকাতা। রবিবার দিনভর কমবেশি বৃষ্টি পর সারা রাত চলেছে ভারী বর্ষণ। কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন। সকালেও বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই বৃষ্টি থামার সম্ভাবনা কম। কলকাতা-সহ একাধিক জেলায় হতে পারে ভারী বর্ষণ। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি। ঘূর্ণাবর্তের পাশাপাশি নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদেও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। মঙ্গলবার থেকে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি না হলেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটারেও বেশি। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed