October 3, 2024

ডুরান্ড ফাইনালের জন্য খেলবে মোহনবাগান, সেমিফাইনাল জিততে মরিয়া কোচ হোসে মোলিনা

0

স্পষ্ট বার্তা মোহন কোচের। সেমিফাইনালে ৯০ মিনিটেই ম্যাচ জিততে চান, স্পষ্ট করে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সাডেন ডেথে জিতে ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগান। মোলিনা বলেন, “পাঞ্জাব ম্যাচের পর হাতে খুব বেশি সময় পাইনি। তার মধ্যে খেলোয়াড়দের সুস্থ করার চেষ্টা চালাচ্ছি। প্রায় সবাইকে পাব মঙ্গলবারের ম্যাচে। শুধু চোটের কারণে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাওয়া যাবে না। ওদের সুস্থ হতে আরও সময় লাগবে। আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। গত ম্যাচের মতো যদি খেলা টাইব্রেকারে যায় তার জন্যেও আমরা তৈরি। তবে লক্ষ্য থাকবে ম্যাচ ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করা। গোল করার কাজ শুধু স্ট্রাইকারদের নয়। যে কেউ চাইলে গোল করতে পারে। তেমনই গোল বাঁচানোর কাজও শুধু ডিফেন্ডারদের নয়। সবাইকে নিয়ম করে নিজেদের ভূমিকা পালন করতে হবে। এমন নয় যে অ্যাটাকাররা মাঠের এক দিকে খেলবে আর ডিফেন্ডারেরা অন্য দিকে। গোল করতে এবং গোল খাওয়া বাঁচাতে সবাইকেই সমান পরিশ্রম করতে হবে। যা-ই হোক না কেন, গোটা দলকেই দায়িত্ব নিতে হবে।”

সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে সমীহ করে মোলিনা বলেন, “বেঙ্গালুরু ভাল দল। ওদের হাতে ভাল খেলোয়াড় রয়েছে। কিন্তু সেমিফাইনাল সেমিফাইনালের মতোই। এটাকে ফাইনালের সঙ্গে তুলনা করতে চাই না। কালকের ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলতে পারব। তখন ফাইনাল নিয়ে ভাবব। সেখানেও ভাল একটা দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের। কাল জিতলে ট্রফি পাব না।” আন্তঃমহাদেশীয় কাপে জাতীয় দলে সুযোগ পাননি গোলকিপার বিশাল কাইথ। “বিশাল খুবই ভাল গোলকিপার। অনুশীলনে পরিশ্রম করে। খেলছেও ভাল। জাতীয় দলে কোন খেলোয়াড় সুযোগ পাবে সেটা নিয়ে আমার কথা বলা সাজে না। এটা মানোলো (মার্কেজ়, জাতীয় দলের কোচ) বলতে পারবে। মঙ্গলবার মোহনবাগান খেলতে নামবে বেঙ্গালুরুর বিপক্ষে। এমন নয় যে জাতীয় দলের সাত জন খেলতে নামবে জাতীয় দলের ছ’জনের বিরুদ্ধে। তাই জাতীয় দল নিয়ে আলোচনার দরকার আছে বলে মনে করি না।”
বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দলে আবার বদলের ডাক, হুঁশিয়ারি খোদ বোর্ড প্রধানের
মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা বলেন, “আমাদের দলের শক্তি বেড়েছে। আরও বেশি গোল করার মতো খেলোয়াড় এসেছে। আমরা এক পজিশনে একাধিক খেলোয়াড়কে তৈরি রাখতে পারছি। তরুণ ফুটবলারেরাও তৈরি। নিজেদের মধ্যেই একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে। আগের ম্যাচে দীপেন্দু বিশ্বাস ভাল খেলেছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed