October 3, 2024

প্রথমবার ডুরান্ড ফাইনালে নর্থ ইস্ট, সেমিফাইনালে শিলং লাজং এফসিকে হারাল ঘরের মাঠে

0

ইস্টবেঙ্গলকে হারিয়ে চমক দিয়েছিল। ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল নর্থ ইস্টের কাছে হেরে গেল শিলং লাজং এফসি। ঘরের মাঠে ০-৩ গোলে হার। প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে উঠল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। শিলংয়ের জনসমর্থন জেতাতে পারল না লাজংকে। প্রথমে এই ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল। ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর ম্যাচটা নর্থ ইস্ট ডার্বি বলে পাহাড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। গ্যালারি ভরিয়ে দেন সমর্থকরা। ইস্টবেঙ্গল ম্যাচের পুনরাবৃত্তি হল না।

বিরতির আগেই জোড়া গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। গোল করেন থই সিং এবং আলেদ্দিন আজারাই। ম্যাচের ১৩ মিনিটে দলকে এগিয়ে দেন থই। শুরুতে এক গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় শিলংয়ের দল। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বরং প্রথম গোলের ২০ মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নেয় নর্থ ইস্ট। ম্যাচের ৩৩ মিনিটে গোল করেন আজারাই। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ থেকে কিছুটা হারিয়ে যায় লাজং। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় (৯০+৩) তৃতীয় গোল সুপারসাব পার্থিব গগৈয়ের। পরবর্তী হিসেবে নেমেই গোল করেন। ১৫ হাজার সমর্থক মাঠে উপস্থিত ছিল। কিন্তু তাঁদের টানা সমর্থনেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি লাজং। শনিবার কলকাতায় ফাইনালে মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed