পিয়ারলেসকে হারাল ইস্টবেঙ্গল, কলকাতা লিগে গ্রুপ শীর্ষে লাল-হলুদ ব্রিগেড
শনিবার বৃষ্টি এবং মন্দ আলোর কারণে পরিত্যক্ত হয়েছিল কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেসের খেলা। রবিবার সেই ম্যাচে জিতল ইস্টবেঙ্গল। গ্রুপ বি-তে শীর্ষস্থানে লাল হলুদ। সুপার সিক্সও নিশ্চিত হয়ে গিয়েছে বিনো জর্জের ছেলেদের। রবিবার দুপুর ১টা থেকে খেলা হওয়ার কারণে বৃষ্টি না হলেও খুব বেশি দর্শক আসেননি মাঠে। রিজার্ভ স্কোয়াডের ফুটবলারদের নিয়ে প্রায় পূর্ণশক্তির দলই নামিয়েছিল ইস্টবেঙ্গল। শুরু থেকেই আক্রমণ করলেও পিয়ারলেসের জমাট রক্ষণে দাঁত ফোটাতে না পারায় প্রথমার্ধে কোনও গোল হয়নি।
গোলের লক্ষ্যে বিনো দ্বিতীয়ার্ধের শুরুতে নামিয়ে দেন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জীব ঘোষকে। মাঝমাঠ সামলাচ্ছিলেন পিভি বিষ্ণু এবং মহম্মদ রোশল। আক্রমণে বার বার উঠলেও গোল করতে পারছিল না ইস্টবেঙ্গল। শেষ ১৩ মিনিটে ফল বদলে গেল। ৭৭ মিনিটে একক দক্ষতায় গোল করেন আশিক। বাঁ দিক থেকে বল নিয়ে উঠে পিয়ারলেস রক্ষণকে কাটিয়ে গোল করেন। কয়েক মিনিট পরে বাঁ পায়ে দূরপাল্লার শটে গোল করেন জেসিন টিকে। সংযুক্তি সময়ে গোল করেন পিয়ারলেসের দামানভালাং চাইন। তিন পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ভবানীপুরকে টপকে শীর্ষস্থান নিশ্চিত করে ইস্টবেঙ্গল। ২৮ অগস্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। এরপর শুরু হবে সুপার সিক্সের খেলা। সূচি এখনও ঘোষণা হয়নি।