ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ওপেনার‘গব্বর’, শিখর ধাওয়ান আর কোনও ধরনের ক্রিকেটই খেলবেন না
ক্রিকেটকে বিদায় শিখর ধাওয়ানের। আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেটকে আলবিদা জানালেন। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে সমাজমাধ্যমে পোস্ট করে ভারতীয় ওপেনার ধাওয়ান লিখেছেন, ‘‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’’ ৩৮ বছরের ধাওয়ান দেশের হয়ে শেষ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে।বাংলাদেশের বিরুদ্ধে সেই এক দিনের সিরিজের পরেই ভারতীয় দলে তিনি জায়গা হারান। শুভমন গিল তাঁর জায়গা নেন।
আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শিখর ধাওয়ান ভিডিয়োবার্তায় লিখেছেন, “আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্যপূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। এঁদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তারপর ধন্যবাদ দেব আমার গোটা দলকে যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”
আন্তর্জাতিক স্তরে ১৪ বছর ক্রিকেট খেলেছেন ধাওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টা আন্তর্জাতিক সেঞ্চুরি। ১৭টা রয়েছে ওডিআইতে ও সাতটা টেস্টে। মোট খেলেছেন ২৬৯টা ম্যাচ। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে আইপিএল নিয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা জানানো হয়নি। যার অর্থ, আইপিএল এবং ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।