বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা লিগের ম্যাচ, রবিবার দুপুর ১টায় ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ
বৃষ্টির জন্য ভেস্তে গেল ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ। শনিবার খেলা শুরুই করা গেল না। যার ফলে একদিন পিছিয়ে গেল ম্যাচ। রবিবার দুপুর একটায় হবে ম্যাচ। ইস্টবেঙ্গল মাঠেই। এদিন খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকে তুমুল বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠে বলই গড়ায়নি। মাঠের বেশ কয়েকটা জায়গায় জল জমে যায়।
গ্যালারিও ভরেনি। এদিন কম সংখ্যক দর্শক এসেছিল। তাঁরা কিছুক্ষণ অপেক্ষা করে মাঠ ছাড়েন। তবে নিয়ম অনুয়ায়ী ম্যাচ বাতিল ঘোষণার আগে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার নিয়ম। ম্যাচ কমিশনার প্রায় ৪০ মিনিট অপেক্ষা করে খেলা বাতিলের সিদ্ধান্ত নেয়।
বিবৃতি অনুযায়ী, ‘বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কম আলোর জন্য ইস্টবেঙ্গল মাঠে এদিন খেলা শুরু করা যায়নি। রেফারি এবং ম্যাচ কমিশনার ৪০ মিনিট মতো অপেক্ষা করে। কিন্তু আবহাওয়ায় কোনও উন্নতি না হওয়ায় খেলা বাতিল করা হয়।’ জানানো হয়েছিল, ম্যাচের পরবর্তী দিনক্ষণ শীঘ্রই জানানো হবে।
তবে বেশি সময় নেয়নি আইএফএ। বিকেলেই নতুন তারিখ জানিয়ে দেওয়া জয়। রবিবার দুপুর একটায় হবে ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ। নিজেদের মাঠেই খেলবে লাল হলুদ ব্রিগেড। তবে এর আগে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের কোনও ম্যাচ ভর দুপুরে হয়নি। এই প্রথম।
লিগ টেবিলের পজিশনের নিরিখে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার সিক্স নিশ্চিত করে ফেললেও বর্তমানে লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পিয়ারলেসকে হারালেই শীর্ষস্থান দখল করবে ইস্টবেঙ্গল।