Amity University র ১০তম নবীন বরণ অনুষ্ঠান
অশোক কুমার চৌহানের হাত ধরে ২০০৫ সালে আম্যাটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়। ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছায় অ্যামিটি বিশ্ববিদ্যালয়। নয়ডায় প্রথম এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপর কলকাতা, দিল্লি,
মুম্বাই সহ দেশের প্রায় ১১ টি জায়গায় বিস্তার ঘটিয়েছে অ্যামিটি বিশ্ববিদ্যালয়। দেশের বাইরে বহু জায়গায় তাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। লন্ডন, নিউইয়র্ক, আবুধাবি , শারজাহ , দুবাই , সিঙ্গাপুর , সান ফ্রান্সিসকো , মরিসস ইত্যাদি।
কলকাতায় অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। মাত্র ১২০০ জন ছাত্র ছাত্রীকে নিয়ে কলকাতায় যাত্রা শুরু অ্যামিটি। আসতে আসতে বাড়তে থাকে বাড়তে থাকে ছাত্র – ছাত্রীর সংখ্যাও। ধীরে ধীরে র্যাঙ্কিং এর ক্ষেত্রেও শীর্ষে পৌঁছায় বিশ্ববিদ্যালয়। সেই শীর্ষস্থান আজও ধরে রেখেছে অ্যামিটি বিশ্ববিদ্যালয়। দেশ ও বিদেশের বহু জায়গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্লেসমেন্ট দেওয়া হয়।
২৩ আগস্ট, শুক্রবার অ্যামিটি বিশ্ববিদ্যালয় কলকাতার দশম তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজিত হয়। পুজো অর্চনা ও সরস্বতী বন্দনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন অ্যামিটি বিশ্ববিদ্যালয় কলকাতার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ রামাচন্দ্রন, ভাইস চ্যান্সেলর সঞ্জয় কুমার, ডক্টর প্রীতি সাহানি প্রমুখ। উপস্থিত ছিলেন অ্যামিটি বিশ্ববিদ্যালয় কলকাতার ফ্যাকাল্টির সদস্যরাও। এদিনের অনুষ্ঠানে অ্যামিটি বিশ্ব বিদ্যালয়ের চ্যান্সেলর অতুল কুমার চৌহান ভিডিও বার্তার মাধ্যমে ছাত্র – ছাত্রী ও তাদের অভিভাবক – অভিভবিকাদের সাথে যোগাযোগ করেন। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়ার জন্য বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শুভ কামনা জানান।