February 17, 2025

নবাবের শহরে কলকাতা ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে লখনউয়ে

0
Saltlake

কলকাতা প্রশাসনের অকৃতকার্যকারীতার জেরে বাতিল হয়ে গিয়েছে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। অপেক্ষা আইএসএল ডার্বির। কিন্তু তার আগেই মিলল সুখবর। উত্তর প্রদেশে ফুটবলের প্রচারের পরিকল্পনার অংশ হিসেবে নবাবের শহর লখনউতে এবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি। ২ সেপ্টেম্বর লখনউতে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। উত্তর প্রদেশে ফুটবলের প্রচারের পরিকল্পনার অংশ হিসেবে এই বড় ম্যাচ। উত্তরপ্রদেশের রাজধানীতে কেডি সিং বাবু স্টেডিয়ামে কলকাতা ডার্বি।

রাজ্যের স্পোর্টস ডিরেক্টর আরপি সিং জানান, ম্যাচ হবে ফ্লাডলাইটে। হাই-ভোল্টেজ ম্যাচের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ম্যাচে উপস্থিতিতে প্রায় ১০,০০০ দর্শক আসতে পারেন খেলা দেখতে। প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়ামে সম্প্রতি লাগানো ফ্লাড লাইটের পরীক্ষা সফল এবং খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম ও অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে সম্প্রতি লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করে উত্তরপ্রদেশে ফুটবলের প্রচারের প্রয়োজনীয়তা জানান। ডার্বি আয়োজনের প্রস্তাব রেখেছিলেন যোগীর কাছে। উত্তর প্রদেশ সরকার প্রস্তাবটি গ্রহণ করে। দুই ক্লাবের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল ডুরান্ড থেকে ছিটকে গেছে। মোহনবাগান ফাইনালে উঠলে সেই ম্যাচ ৩১ আগস্ট খেলেই ১ সেপ্টেম্বর লখনউ পৌঁছে পরের দিনই ডার্বি খেলতে হবে সবুজ মেরুনকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed