‘সব কিছুর উর্ধ্বে সম্পর্ক’, বার্তা মহারাজের, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের স্মরণসভায় শ্রদ্ধা জানাতে নেতাজি ইন্ডোরে উপস্থিত সৌরভ, দাদা স্নেহাশিসও
৮ আগস্ট প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্মরণসভায় উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সঙ্গে স্মরণসভায় উপস্থিত তাঁর দাদা তথা বাংলার ক্রিকেট সংস্থা অর্থাৎ সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। সিপিএমের ডাকে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত সৌরভ-স্নেহাশিস। ৮ আগস্ট সৌরভ মুম্বইয়ে থাকাকালীন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবরে তিনি শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। ‘খেলাপাগল’ সেই সঙ্গে সিনেমাপ্রেমীও ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সৌরভের সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছিল। ভারতের অধিনায়ক থাকাকালীন ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা হত। ছ’বছর ক্যাপ্টেন থাকাকালীন যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে। শুধু সৌরভের ক্রিকেট বা সমকালীন ভারতীয় ক্রিকেট নয়, পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সৌরভ। রাজনীতি নিয়ে কখনও কথা বলেননি বুদ্ধদেব বলে জানিয়েছিলেন সৌরভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল ২০০৮-০৯ সাল নাগাদ। বুদ্ধদেব নিজেও এক সময় ক্রিকেটের প্রশিক্ষণ নিতেন। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে ক্রিকেটের প্রশিক্ষণ নিতেন। চোখ খারাপের কারণে ক্রিকেট ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে ক্রিকেটের প্রতি তাঁর উৎসাহ অটুট ছিল। ক্রিকেটপ্রেমী প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভায় উপস্থিত ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এক দশকের বেশি সময় ধরে অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। সৌরভ ঠিক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় অংশগ্রহণ করবেন। গত ৯ আগস্ট বিকেল সোয়া চারটে নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় শামিল হন তিনি। তখন রাজপথে অসংখ্য মানুষের ঢল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষবার দেখতে কলকাতার রাস্তায় কার্যত জনসমুদ্র। তার মধ্যে স্বাভাবিকভাবেই থমকে যায় সৌরভের গাড়ি। মিছিলের মধ্যে তাঁর গাড়ি বেশি দূর এগোতে পারেনি। কর্মরত পুলিশের সঙ্গে কথা বলে হাঁটা পথে বুদ্ধবাবুর শেষযাত্রায় পা মেলান তিনি। যত দূর এগোনো যায়, তত দূর পথ হাঁটেন সৌরভ। অবশেষে দূর থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানান তিনি। তবে স্মরণসভায় যোগ দিতে পেরে খুশি মহারাজ।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ. দলীয় কর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষেরা। বিজেপি ও তৃণমূল ছাড়া অন্যান্য সকলকেই আমন্ত্রণ করা হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ীর কথায়, আমাদের দলীয় স্মরণসভা। রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। নাগরিক সমাজের বিশিষ্টদেরও আমন্ত্রণ করা হয়েছে। তবে এই স্মরণসভা ‘ওপেন ফর অল’!
স্মরণসভার আগে বুধবার সন্ধ্যায় সিপিএমের যুব সংগঠন বুদ্ধদেবের বিভিন্ন সাক্ষাৎকার, পুরনো লেখা, অনুদিত কবিতার একটি সংকলন প্রকাশ করে। সিপিএমের ছাত্র-যুব সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে এই সংকলন প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ যুব নেতৃত্ব ছিলেন অনুষ্ঠানে। বুদ্ধদেবের বিভিন্ন নিবন্ধের সংকলন এই প্রথম প্রকাশিত হলো। সকাল থেকেই লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।