October 7, 2024

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে শামিল মহারাজ, মোমবাতি জ্বালিয়ে সৌরভের সঙ্গে প্রতিবাদে স্ত্রী ডোনা, পা মেলালেন কন্যা সানাও

0

আরজি কর কাণ্ডের প্রতিবাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তবুও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরে মেয়ে সানাকে নিয়ে মোমবাতি জ্বালান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানে হাজির ছিলেন সৌরভপত্নী ডোনাও।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল কলকাতা সহ সারা দেশ। পথে নেমে প্রতিবাদ তারকা থেকে আমজনতা সকলেরই। সেই প্রতিবাদে শামিল হতে চেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ মিছিলে হাঁটার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, প্রথম থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন ছিলেন সৌরভ। বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন।

সন্ধ্যা সাড়ে সাতটায় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল থেকে দীক্ষামঞ্জরী থেকে প্রতিবাদ মিছিলে মিছিলে হাঁটার জন্যও প্রস্তুত থাকেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। প্রিন্স অফ ক্যালকাটাকে হাঁটার অনুমতি দেয়নি পুলিশ। তবে মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ।

বুধবার রাতে বেহালায় প্রতিবাদ মিছিল শেষ হওয়ার পরেই সেখানে পৌঁছে যান প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তিনি। সঙ্গে ছিলেন কন্যা সানা এবং স্ত্রী ডোনা। নারীদের জন্য নিরাপদ সমাজ গড়ার দাবি জানান সৌরভপত্নী।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে পথে নামলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। বিচারের দাবিতে স্বপ্রতিভ অংশগ্রহন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও। দীক্ষামঞ্জরীর পদযাত্রায় না থাকলেও মিছিল শেষে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল সৌরভও।

নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন ডোনা। প্রবল বৃষ্টির মধ্যেই হল পদযাত্রা। বৃষ্টিতে ভিজে পা মেলালেন সানাও। পদযাত্রা থেকে আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তুললেন তাঁরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed