আধাসেনা সিআইএসএফ মোতায়েন আরজি কর হাসপাতালে! সিবিআইয়ের আগে লালবাজারেই গ্রেফতার সন্দীপ? সিজিও কমপ্লেক্সে টানা ষষ্ঠ দিন হাজিরা
সুপ্রিম কোর্টের নির্দেশ দ্রুত কার্যকরে উদ্যোগী সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার সকালে আরজি কর হাসপাতালে পৌঁছলেন দুই সিআইএসএফ কর্তা। বাহিনীর ডিআইজি কে প্রতাপ সিংহ ও এসপি পদমর্যাদার এক আধিকারিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে আরজি কর হাসপাতালের প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। সূত্রের খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতেই বুধবার সকালে আরজি করে সিআইএসএফ আধিকারিকেরা। ইন্টার্ন, রেসিডেন্ট ডাক্তার ও সিনিয়র চিকিৎসকরা যাতে কর্মস্থলে ফিরতে পারেন, তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার প্রয়োজনীয়তার কথাও বলেছিল শীর্ষ আদালত।
বুধে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সিজিও কমপ্লেক্সে হাতে একটা ফাইল নিয়ে সোজা ঢুকে যান। লালবাজার থেকেও তলব পেয়েছেন সন্দীপ। বুধবার বেলা ১২টা নাগাদ হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। আরজি কর-কাণ্ডে নির্যাতিতার ছবি এবং নাম-পরিচয় সমাজমাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। প্রাক্তন অধ্যক্ষ স্বয়ং নির্যাতিতার নাম ফাঁস করে দেন। যার প্রেক্ষিতে একটি মামলা রুজু করে কলকাতা পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। ২০২১ সাল থেকে আরজিকরে বিভিন্ন হিসাবে গড়মিল থাকা নিয়েও চিন্তায় সন্দীপ। সন্দীপ অত্যন্ত ‘প্রভাবশালী’। তদন্ত প্রক্রিয়াকে তিনি প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ।