October 3, 2024

আরজি কর ঘটনার প্রতিবাদে সৌরভ, ডোনার নাচের স্কুলের মিছিলের আয়োজন

0

আরজি কর কাণ্ডে সৌরভ গাঙ্গুলির প্রাথমিক মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। এটাকে “অবিচ্ছিন্ন ঘটনা” বলে রোষের মুখে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবার নিজেই এই আন্দোলনে সামিল হলেন। নিজের এক্স হ্যান্ডেলের প্রোফাইল ছবি মুছে দেন সৌরভ। তার বদলে প্রোফাইল ছবি কালো করে দেন। আরজি কর ঘটনার প্রতিবাদ হিসেবে দেশজুড়ে অনেকেই এটা করেছেন। সৌরভ এর কোনও নির্দিষ্ট কারণ জানাননি। তবে বোঝাই যাচ্ছে, আরজি কর ঘটনার প্রতিবাদস্বরূপই এটা করেছেন সৌরভ। তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিও ফেসবুকে নিজের প্রোফাইল ছবি কালো করে দিয়েছেন। এর আগেও প্রতিবাদে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনা। ১৪ আগস্ট রাতে মিছিলে যোগ দেওয়ায় কথা জানিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণে শেষপর্যন্ত সেটা হয়নি। হঠাতই অসুস্থ হয়ে পড়েন সানা। তাই মিছিলে যোগ দেওয়া আর সম্ভব হয়নি। কিন্তু এবার ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জরীর পক্ষ থেকেই মিছিলের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধে ৭.৩০ মিনিটে মিছিল বেরোবে। ডোনার নাচের স্কুল থেকে শুরু হবে মিছিল। জেমস লং সরণি হয়ে চৌরাস্তা ব্লাইন্ড স্কুল পর্যন্ত চলবে। সেখান থেকে ফের দীক্ষা মঞ্জরীতে ফেরত আসবে। মিছিলে অংশগ্রহণকারীদের কালো রঙের পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে। তবে সেই মিছিলে সৌরভ থাকবেন কিনা এখনও জানা যায়নি।

আরজি কর কাণ্ডের পর সৌরভের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে নেট দুনিয়ায় আলোড়নে দাদার সমর্থকরাও তাঁর বিরুদ্ধে চলে যায়। সৌরভ বলেছিলেন, ‘ভারতকে নিরাপদ দেশ হিসেবেই গোটা দুনিয়া চেনে। বাংলাও নিরাপদ। সেখানে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। তবে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কোনও একটা নির্দিষ্ট ঘটনা থেকে সামগ্রিক চিত্র বিচার করা ঠিক নয়।’ তাঁর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় বয়ে যায়। তার দু’দিন পর একটি অনুষ্ঠানে গিয়ে সৌরভ জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, ‘এটা ভয়ঙ্কর ঘটনা। দোষীদের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’ এবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবি কালো করে দিয়ে আপেক্ষিকভাবে প্রতিবাদে সামিল হলেন সৌরভ। সৌরভ পরে অবশ্য বলেছিলেন, “এই ঘটনা ভয়ঙ্কর। দোষীদের এমন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এ রকম ঘটনা কেউ ঘটাতে না পারে। সিবিআই তদন্ত করছে। আশা করব দোষী চিহ্নিত হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed