February 17, 2025

জোড়া ভূমিকম্পে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বাইরে, রিখটার স্কেলে প্রথমটির তীব্রতা ৪.৯, ৭ মিনিটের ব্যবধানে দ্বিতীয়টির ৪.৮

0
Earth Quake

সকাল থেকে অন্তত দু’বার কম্পন অনুভূত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্র বলছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথম কম্পন টের পান এলাকাবাসীরা। এর পর ৬টা ৫২মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনটি ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে, দ্বিতীয় ছিল ১০ কিলোমিটার গভীরে। জোড়া ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অধিবাসীরা। অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়িগুলিতে সিলিং ফ্যান দুলতে শুরু করে কম্পনের সময়।

কম্পন অনুভূত পুঞ্চ-সহ একাধিক এলাকায়। বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। যদিও ভূমিকম্পের কারণে বড়সড় কোনও অঘটনের খবর মেলেনি। পাকিস্তানের বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত। ১৮ আগস্ট জম্মু ও কাশ্মীরে রাত ৩টে নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছিল মুজফ্‌ফরাবাদে। তীব্রতা ছিল ৪.২। সেই রাতেও শ্রীনগর থেকে পাকিস্তানের ইসলামাবাদ-সহ বিস্তীর্ণ এলাকায় কম্পন। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের জোড়া ভূমিকম্প কাশ্মীর উপত্যকায়। সাধারণ মানুষ অনেকে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও সম্ভাবনা তৈরী হয়নি বলে খবর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed