January 17, 2025

‘রাজা ‌তুমি উলঙ্গ কেন’?বললেই শাস্তি! ‘মমতার পদত্যাগ’ দাবির মঞ্চে অঞ্জন দত্ত! ‘আমি ভয় করব না’ ‘বিদ্রোহী’ সুখেন্দুরশেখরও

0
Bangla

আরজিকরের ডাক্তারকে খুন ও ধর্ষণ করার প্রতিবাদে জমায়েত আশুতোষ কলেজের। পথে নেমেছিলেন দীপ্সিতা ধর, অঞ্জন দত্ত, উষসী চক্রবর্তীরা। আশুতোষের ছেলমেয়েরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে থাকেন। এমনকী বাংলার সরকার বিরোধী নানা স্লোগানও ওঠে সেখানে। ‘আমি খুব লজ্জিত যে শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেখানে এরকম লজ্জাজনক ঘটনা ঘটে গেল। সেই জন্য আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস। সে যত উপরেই থাকুক না কেন। সঠিক বিচার চাইছি। তাই আমি এখানে এসেছি। অঞ্জন দত্ত হয়ে আসিনি, সহ-নাগরিক হিসেবে এসেছি, এই কলেজের প্রাক্তনী হিসেবে এসেছি। এখন আর জাস্টিস চাওয়াটা শুধু একটা ঘটনার জন্য নয়। আরও অনেক ঘটনা এর সঙ্গে জড়িত। আমরা এখন সেটা সবাই জানি। তাই সুবিচার চাই।’, তীব্র ক্ষোভ গায়ক-পরিচালক অঞ্জন দত্তের।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে গতকাল দুই দফায় তলব করেছিল লালবাজার। তিনি যাননি। তবে তিনি যে তাঁর অবস্থান থেকেও নড়বেন না, তা স্পষ্ট করে দিয়েছেন। রাতে তিনি ইঙ্গিতবহ ভাবে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়- ইউটিউবের একটি গানের লিঙ্ক। গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না’। সঙ্গে কোনও ক্যাপশন বা কিছু ছিল না। তবে মনে করা হচ্ছে, পুলিশি তলবের পরিপ্রেক্ষিতে বার্তা দিতেই এই পোস্ট সুখেন্দুশেখরের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সেই সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হোক। কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা আবশ্যক। কেন হলের দেয়াল ভেঙ্গে ফেলা হল, কারা এই সঞ্জয় রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, কেন ৩ দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছিল। তাদের মুখ খোলন।’

আরজি কর কাণ্ডে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব পুলিশের তরফ থেকে। গতকালই তাঁদের যেতে বলা হয়েছিল লালবাজারে। তবে তাঁরা যাননি। অবশ্য আজ তাঁদের লালবাজারে যাওয়ার কথা। এই আবহে আজ ডঃ কুণাল সরকার এবং ডঃ সুবর্ণ গোস্বামীর সঙ্গে মিছিল করে লালবাজার যাবেন তাঁদের সতীর্থ চিকিৎসকরাও। লালবাজারে তাঁদের পৌঁছে দেওয়ার পর মেডিক্যাল কলেজের সামনে দুই চিকিৎসকের ফিরে আসা পর্যন্ত অবস্থান করবেন মিছিলে যোগ দেওয়া চিকিৎসকরা। আরজি কর কাণ্ডে কিছু চিকিৎসক ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে দাবি করেছিল কলকাতা পুলিশ। এই আবহে প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নং ধারায় নোটিশ ধরানো হয়েছে দুই চিকিৎসককে। এই আবহে গতকাল কুণাল সরকার জানিয়েছিলেন, তিনি শহরে নেই। সোমবার তিনি লালবাজারে যাওয়ার বিষয়ে ভেবে দেখবেন। এদিকে পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুবর্ণ গোস্বামী তলব প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘তদন্তের স্বার্থে যে কোনও সহযোগিতা করতে রাজি আছি। আমি কোনও পরিচয় ছড়ায়নি। কোনও গুজব ছড়াইনি।’

নৃশংস প্রতিবাদে সামিল হলেই উড়িয়ে দেওয়া হচ্ছে ফেসবুক পোস্ট। এমনকি অ্যাকাউন্টও। প্রতিবাদী মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস। তিন প্রধানের সমর্থকদের স্লোগানে ১৮ আগস্ট ২০২৪ একটা ঐতিহাসিক দিন।সামাজিক মাধ্যমে এর আগে প্রতিবাদ করেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী। এ ছাড়াও প্রীতম কোটাল, প্রবীর দাসের মতো ফুটবলারও আওয়াজ তুলেছিলেন। এ বার যুবভারতীতে প্রতিবাদে সামিল হতে দেখা গেল সবুজ-মেরুন ক্যাপ্টেন সুভাশিস বোসকে। মোহনবাগান ক্যাপ্টেন বলেন, ‘আমি এই প্রতিবাদে যোগ দিয়েছি। কারণ আমি একজন নাগরিক। আর এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার সঙ্গে স্ত্রী রয়েছে। যে যদি রাস্তায় একা বেরোতে ভয় পায়, কী করে হবে। এমন যেন আর কেউ কোনওদিন করতে না পারে, তার জন্য আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed