অনলাইন টিকিটের অর্থ ফেরত, বাতিল ডার্বির টিকিটের টাকা সাত দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে
বাতিল করা হয়েছিল রবিবারের ডুরান্ড ডার্বি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। কবে এবং কীভাবে এই প্রক্রিয়া হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়ার কথা ছিল। সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে সেই ঘোষণা করল ডুরান্ড কমিটি। এদিন থেকেই টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ডুরান্ড কাপের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী সাত দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। তবে শুধুমাত্র অনলাইনে যারা টিকিট কেটেছেন, তাঁদের জন্যই বার্তা দেওয়া হয়েছে। কিন্তু অফলাইনে যারা টিকিট কেটেছেন, তাঁরা কীভাবে সেই টাকা ফেরত পাবে সেই বিষয়ে এখনও কিছু জানাননি হয়নি।
অধিকাংশ টিকিট অফলাইনেই বিক্রি হয়েছে। বেশিরভাগ সমর্থক অনলাইনে কাটতে পারেনি। কারণ বাজারে টিকিট ছাড়ার ৩০ সেকেন্ডের মধ্যে ‘সোল্ড আউট’ দেখানোয় অভিযোগ তোলে দুই ক্লাবের সাপোর্টাররা। এই ঘটনায় অবাক হন ইস্ট-মোহনের কর্তারাও। অগত্যা বৃষ্টি মাথায় নিয়েই লাইনে দাঁড়িয়ে প্রচুর সমর্থক টিকিট কাটে। তাঁরা কীভাবে সেই টাকা ফেরত পাবে সেই বিষয়ে এখনও কোনও আপডেট নেই। একইসঙ্গে সোমবার থেকে মোহনবাগানের কোয়ার্টার ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। ২৩ আগস্ট জামশেদপুরে পাঞ্জাব এফসির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে বাগান। অনলাইনে সেই ম্যাচের টিকিট এখনই কাটতে পারবে সমর্থকরা। ২১ থেকে ২৩ আগস্ট অফলাইনে টিকিট বিক্রি হবে। সকাল ১১টা থেকে সন্ধে ৬টার মধ্যে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স বক্স অফিস থেকে টিকিট পাওয়া যাবে।