February 18, 2025

প্যারালিম্পিক্সের ভারতীয় স্কোয়াডকে রাজকীয় সম্বর্ধনা, কারা রিলস আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন? প্রধানমন্ত্রীর প্রশ্নে থতমত অ্যাথলিটরা

0
Paraolympic

প্যারিলিম্পিক্স শুরু ২৮ আগস্ট চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের প্যারালিম্পিয়ানদের আত্মবিশ্বাস বাড়াতেই আয়োজন রাজকীয় সম্বর্ধনার। তাদেরএমনটা করা হয়েছিল। প্যারিসে সদ্যসমাপ্ত টানা ১৫ দিন ধরে চলা ক্রীড়ার রাজসূয় যজ্ঞগ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর। মাঝে কয়েকটা দিনের বিরতি। ফের প্যারিসে বসতে চলেছে ক্রীড়া মহাযজ্ঞের আসর। শুরু হতে চলেছে প্যারালিম্পিক্সের আসর। এই আসরে দেশ ছেড়ে প্যারিস উড়ে যাওয়ার আগেই ভারতীয় স্কোয়াডকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হল। স্কোয়াডে থাকা মোট ৮৪ জন ক্রীড়াবিদ মোট ১২টি ইভেন্টে অংশ নেবেন। প্যারিস অলিম্পিক গেমসে গিয়েছিলেন ভারতের ১১৭ জন। ২৮ অগস্ট থেকে শুরু হবে এই গেমস। ভারতীয় দল রওনা দেওয়ার আগেই তাদেরকে বীরের সম্মান দেওয়া হল।

https://twitter.com/Media_SAI/status/1824398416899899730?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1824398416899899730%7Ctwgr%5E1e642cb417351c7efc0bb8611559d3513046746d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Folympics%2Fparis-paralympics-2024-royal-send-off-ceremony-for-indian-squad-ahead-of-paralympics-31723856993226.html

ভারতের প্যারালিম্পিয়ানদের জন্য আয়োজন করা হয়েছিল রাজকীয় সেন্ড অফ অর্থাৎ বিদায় সম্বর্ধনার। প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাভিয়াও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতীয় প্যারালিম্পিয়াদেরকে। তিনি বলেন, ‘আমাদের প্যারালিম্পিয়ান অ্যাথলিটদের অসাধারণ ক্ষমতা রয়েছে যে কোন প্রতিরোধে তারা সক্ষম। তারা চ্যালেঞ্জকে সুযোগে বদলে নেওয়ার ক্ষমতা রাখে। অনবদ্য শৃঙ্খলা দেখিয়েছেন সকলে। এইভাবেই সবক্ষেত্রে শৃঙ্খলা দেখিয়ে দেশকে গৌরবান্বিত তারা করবে বলেই আমরা আশাবাদী।’ অনুষ্ঠানে লঞ্চ করা হয় ‘মাচা ধুম’ নামক একটি গান। যা এই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি। ভারতীয় প্যারালিম্পিক্স দলের প্রতি তা উৎসর্গ করা হয়। একটি বইও প্রকাশ করা হয়। বইটির নাম ‘ব্রেকিং দ্য বেরিয়ার।’ বিভিন্ন বিভাগের বিভিন্ন অ্যাথলিটদের যে কৃতিত্ব তা এই বইতে তুলে ধরা হয়েছে। তাদের পরিশ্রম থেকে বাস্তব জীবনের লড়াই সবকিছু স্থান পেয়েছে এই নতুন বইটিতে।

স্বাধীনতা দিবসে প্যারিস অলিম্পিক্স ফের ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ। ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী টুকরো টুকরো আলাপচারিতা। ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে মোদী হালকা মেজাজে অভিভাবকের মতো গুরুত্বপূর্ণ সব পরামর্শ দেন। হাসি ঠাট্টায় মাতিয়ে তোলেন ক্রীড়াবিদদের। এরই মাঝে প্রধানমন্ত্রীকে মোবাইল, সোশ্যাল মিডিয়া ও রিলসের প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানতে চান, ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এমন কেউ আছেন কিনা, যিনি মোবাইলে ডুবে থাকেন। অর্থাৎ, কারা কারা সারাক্ষণ রিল দেখতে এবং রিল বানাতে পছন্দ করেন?‌ তিনি বলেন, ‘আমি শুনেছি আপনাদের মধ্যে কেউ কেউ সারাক্ষণ মোবাইল ব্যবহার করেন। এটা কি সত্যি? কেউ কেউ রিল দেখতে থাকেন সারাক্ষণ এবং কেউ কেউ নাকি রিল বানাতে পছন্দ করেন? প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ভারতীয় অ্যাথলিটরা চুপ। নিস্তব্ধ হয়ে যায় সারা ঘর। অবশেষে নিরবতা ভাঙেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। তিনি উঠে দাঁড়িয়ে বলেন, ‘স্যার, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে, আমি এবং আমার দলের সবাই ঠিক করি সারা অলিম্পিক্সে মোবাইল ফোনে চোখ রাখব না। কারণ, ভালো-খারাপ সব কমেন্টই আমাদের খেলায় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার সিদ্ধান্ত নিই।’ ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন প্রধানমন্ত্রীকে জানান যে, প্রকাশ পাড়ুকোন ম্যাচের সময় তাঁর ফোন নিয়ে নিতেন, যাতে মনোসংযোগে ব্যাঘাত না ঘটে। তিনি বলেন, ‘ম্যাচের সময় তো প্রকাশ স্যার আমার ফোন নিয়ে নিতেন। বলতেন যে, খেলা শেষ না হলে ফোন পাওয়া যাবে না।’ লক্ষ্যের কথা শুনে প্রধানমন্ত্রীও হেসে বলেন, ‘প্রকাশ স্যার অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং কঠোর ব্যক্তিত্ব। পরের অলিম্পিক্সেও ওনাকে ফের পাঠাব।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed