October 11, 2024

রবিবার ডুরান্ড ডার্বি বাতিল, পুলিশ দেওয়া নিয়ে সমস্যা, দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল

0

বাতিল করা হল ডুরান্ড ডার্বি। আরজি কর কাণ্ডে শহরের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচি চলছে। তাই পুলিশ দিতে পারবে না রাজ্য সরকার। সেই কারণে বাতিল করা হল ডুরান্ড কাপের ডার্বি। শনিবার দুপুরে প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক হয় ডুরান্ড কমিটির। সেই মিটিং দীর্ঘক্ষণ চলে। সমাধানসূত্র বের করার চেষ্টা হয়। এর আগে শুক্রবারও দুই প্রধানের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে প্রশাসন এবং ডুরান্ড কমিটি। রাত পর্যন্ত মিটিং চলে। নিজেদের সেনা দিয়ে ম্যাচ করানোর চেষ্টা করে ডুরান্ড কমিটি। ম্যাচ সরিয়ে অন্যত্রও নিয়ে যাওয়ার কথা ওঠে।

সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়ে যাবে আইএসএল। তাই ডুরান্ড কাপ পিছিয়ে দেওয়ার জায়গা নেই। ৩১ আগস্টের মধ্যেই শেষ করতে হবে। তাই পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হয়, রবিবার বড় ম্যাচ না হলে ডার্বি সরাসরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আইএসএল ডার্বির জন্যই অপেক্ষা করতে হবে দুই ক্লাবের সমর্থকদের। দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৭। দুই দলই নক আউট পর্বে চলে যাবে। জামশেদপুরে আর্মি একাদশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান। বেঙ্গালুরু এবং কেরলের মধ্যে একটি দলের সঙ্গে ম্যাচ পড়বে ইস্টবেঙ্গলের।

বার্তা দুই দলের সমর্থকদের কাছ থেকে, প্রতিযোগিতা মাঠের মধ্যে। গ্যালারিতে ও মাঠের বাইরে সকলেই আর জি কর কাণ্ডে সোচ্চার। কলকাতা ডার্বি মানেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ে। ইস্ট-মোহন সমর্থকরা চাইছেন, আরজি কর ঘটনায় নির্যাতিতা বিচার পাক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed