October 11, 2024

পুলিশের অদক্ষতার জেরে ডুরান্ড ডার্বি বাতিল, সেনাকেও ম্যাচ আয়োজন করতে বাধা প্রশাসনের

0

রবিবার যুবভারতীর সামনে মিছিল মোহন-ইস্ট সমর্থকদের, ডুরান্ডের কোয়ার্টারে মোহনবাগানের সামনে পাঞ্জাব, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শিলং লাজং

দুর্নীতির একগলা জলে ডুবে কলকাতা পুলিশের একাংশ বলে অভিযোগ ক্রীড়া প্রেমীদের। সরকারের আমলাদের কৃতকর্ম ঢাকতে গিয়ে কলকাতা পুলিশ নাজেহাল। রাতারাতি প্রমান লোপাটের চেষ্টা, চটজলদি ময়নাতদন্ত, তড়িঘড়ি প্রতিবাদী চিকিৎসকের মৃতদেহ সৎকার সব ক্ষেত্রেই কলকাতা পুলিশের উপর তীব্র অভিযোগের পাহাড় সাধারন মানুষের। এবার এর আঁচ পড়ল ক্রীড়াক্ষেত্রেও। ভারতীয় সেনাকেও ম্যাচ আয়োজনে বাধা রাজ্য পুলিশের বলে সূত্রের খবর। ডুরান্ড কমিটি সেনা নিরাপত্তায় ম্যাচ করাতে চাইলেও তাতে রাজি হয়নি রাজ্য প্রশাসন। পাছে আরও ব্যকফুটে চলে যায় এই সরকার। অথচ সেনারা ম্যাচ আয়োজন করলে অতি সহজেই সুশৃঙ্খলভাবে ডার্বি পরিচালনা করতে পারতেন বলে বদ্ধমূল ধারনা ফুটবল সমর্থকদের। এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছে দুই দলের সমর্থকরা। বেশিরভাগের মতে, রবিবার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে প্রতিবাদ করা হত আরজি করের ঘটনার। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। রাজ্যেও ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। ঘটনার আঁচ পড়ল কলকাতা ময়দানেও। রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুই দলের সিনিয়র দলের মধ্যে মরসুমের প্রথম ডার্বি দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরাও। সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। ম্যাচের আগের দিন হঠাৎই ডুরান্ড কর্তৃপক্ষের তরফে ঘোষণা করে দেওয়া হল রবিবার ম্যাচ হচ্ছে না। ডার্বি বাতিল করে দেওয়া হল। দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে। আরজি করের ঘটনার কারণে শহরজুড়ে অতিরিক্ত পরিমাণে পুলিশ মোতায়েন করার কারণে বর্তমানে বড় ম্যাচ করানোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।

ডুরান্ডের গ্রুপ পর্বে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি বাতিল। খেলা না হলেও কোয়ার্টার ফাইনালে দুই প্রধান। কোয়ার্টার ফাইনালে অর্থাৎ শেষ আটে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব এফসি। অন্য দিকে ইস্টবেঙ্গল খেলবে শিলং লাজংয়ের বিরুদ্ধে। ২১ অগস্ট থেকে শুরু হবে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ও শিলং খেলবে সন্ধ্যা ৭টা থেকে। দু’টি খেলা হবে। ২৩ আগস্ট হবে বাকি দু’টি খেলা। ২৩ আগস্ট বিকাল ৪টে থেকে মুখোমুখি মোহনবাগান ও পাঞ্জাব। যুবভারতীতে পুলিশ নিরাপত্তা দিতে না পারার কারণে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগানের খেলা হবে জামশেদপুরে। ইস্টবেঙ্গলের খেলা হবে শিলংয়ে। কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি এবং বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্স। নর্থইস্ট বনাম আর্মির ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে। ২১ আগস্ট বিকাল ৪টে থেকে শুরু সেই ম্যাচ। বেঙ্গালুরু বনাম কেরল ম্যাচ যুবভারতীতেই ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed