February 17, 2025

‘মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? নিজের?’  আরজি কর-কাণ্ডে দোষীদের সাজা চান মুখ্যমন্ত্রী

0
Mamata

শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। মিছিলে মমতার পাশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক লাভলি মৈত্র, অদিতি মুন্সি। হাতজোড় করে মিছিলে মমতা। পাশে থাকা তৃণমূল সাংসদ, বিধায়ক, কর্মীদের মুখে স্লোগান, ‘‘দোষীদের ফাঁসি চাই।’’ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন শতাব্দী রায়। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন নয়না, শশী, সায়নী, জুন, রচনা, মহুয়া, সায়ন্তিকা, চন্দ্রিমা, অদিতি, দোলা, লাভলি। রয়েছেন বাংলা ছবি এবং সিরিয়ালের জগতের কয়েক জন।

স্মৃতি ইরানি প্রশ্ন তোলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন?’ মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন যে তদন্ত সার্বিকভাবে সম্পূর্ণ না হোক? তাঁর এত তাড়া কীসের?’ স্মৃতির প্রশ্ন,’মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? নিজের? ‘প্রশ্ন হল ওই তরুণীর চিৎকার কেউ শুনতে পেয়েছিল কি না সেই ফ্লোরে? এটা কি একজন ধর্ষকের কাজ? এটা কি সম্ভব যে, একজনই ধর্ষণ করছেন, তাঁর হাত ভাঙছেন, তাঁর পা ভাঙছেন আবার তাঁর চোখেও আঘাত করছেন, তাঁর বুকে মারছেন, তাঁর পেটে মারছেন, আর ওই মহিলা চিৎকার করছিলেন আর তাঁকে কেউ শুনতে পেলেন না? এই গোটা পর্বটা একজন ধর্ষকের কাজ হতে পারে?ধর্ষকরা খোলাখুলি ঘুরছেন, আর প্রতিবাদীদের আক্রমণ করা হচ্ছে!প্রশ্ন হল, ওই মেয়েটি কি বিচার পাবেন?’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed