‘তোমরা সবাই চ্যাম্পিয়ন’, স্বাধীনতা দিবসে অলিম্পিয়ানদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
দেশের মাটিতে অলিম্পিক আয়োজন। প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট। প্যারিস অলিম্পিকে ভারতের ঝুলিতে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করে অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই যে চ্যাম্পিয়ন, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Every player who went to Paris is a champion. The Government of India will continue to support sports and ensure that a top-quality sporting infrastructure is built. pic.twitter.com/WhgID22Bps
— Narendra Modi (@narendramodi) August 15, 2024
৭৮তম স্বাধীনতা দিবসে প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন। লালকেল্লায় সেই অনুষ্ঠানে চাঁদের হাট। জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া মনু ভাকের থেকে হকি দল, পদকজয়ী সরবজ্যোত সিং, স্বপ্নীল কুসলে ও আমন শেরাওয়াত সহ সকলের সঙ্গেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দল নরেন্দ্র মোদির হাতে নিজেদের সই করা একটি হকি স্টিক তুলে দেয়। একটি জার্সিও দেওয়া হয় তাঁদের তরফ থেকে। মনু ভাকেরের সঙ্গে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। ব্রোঞ্জজয়ী তারকা নিজের পিস্তলটিও দেখান। কীভাবে সেটা কাজ করে, সেই বিষয়েও আলোচনা হয়।
Every player who went to Paris is a champion. The Government of India will continue to support sports and ensure that a top-quality sporting infrastructure is built. pic.twitter.com/WhgID22Bps
— Narendra Modi (@narendramodi) August 15, 2024
সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা বলাটা বিশেষ মুহূর্ত। তাঁদের খেলার অভিজ্ঞতা শুনলাম। সবার যোগদানই প্রশংসাযোগ্য। যাঁরা প্যারিসে অংশগ্রহণ করেছে, তারা সবাই চ্যাম্পিয়ন। ভারত সরকার তাঁদের সমর্থন জুগিয়ে যাবে এবং সেরা মানের পরিকাঠামো নির্মাণ করবে, এই আশা দিচ্ছে।” লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।”