কলকাতা ডার্বির টিকিটঅনলাইনে টিকিট শেষ, অফলাইনে বিক্রি শুরু কবে, জানাল ডুরান্ড কর্তৃপক্ষ
১৮ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের ডার্বির টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে। অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ। আর এবার অফলাইন টিকিটের ঘোষণা করল ডুরান্ড কর্তৃপক্ষ।
১৬ আগস্ট থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিসে বিক্রি হবে ডার্বির টিকিট। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডার্বির টিকিট পাওয়া যাবে। মরসুমের প্রথম ডার্বি এটাই। এর আগে কলকাতা লিগের ডার্বি হলেও সিনিয়র দল নামায়নি দুটো ক্লাবই। জয় পেতে মরিয়া দু দলই।
সামান্য এগিয়ে সবুজ মেরুন। ডার্বি ড্র করতে পারলেই পরের পর্বে চলে যাবে মলিনার দল। তবে জেতার লক্ষ্যেই নামবেন জেসন কামিংস, দিমিত্রিরা। এএফসি কাপের কোয়ালিফায়ারে আলতিন আইসারের কাছে হেরেছে ইস্টবেঙ্গল। বড় ম্যাচ জিতে জয়ে ফিরতে চাইবেন কুয়াদ্রাত।