রায়দান আরও পিছল! ফোগাতের রুপো মামলায় সিদ্ধান্ত কবে?

রায়দান আরও পিছিয়ে গেল। ভিনেশ ফোগাত রুপো মামলার। মঙ্গলবার রায় জানানোর কথা থাকলেও আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানিয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ জানানো হবে রায়। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার পিছিয়ে গেল রায়দান। প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তির ৫০ কেজির ফ্রিস্টাইলে ফাইনালে উঠেছিলেন ফোগাত। কিন্তু ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তিনি ফাইনালে নামতে পারেননি। ভারতীয় কুস্তিগিরকে বাতিল ঘোষণা করা হয়। বিশ্ব কুস্তি সংস্থার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ফোগাত।

ভারতীয় কুস্তিগিরের দাবি ছিল তাঁর ফাইনাল পর্যন্ত পৌঁছান পর্যন্ত ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায় তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে রায় ঘোষণা হবে। কিন্তু পরে জানানো হয়, শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টার মধ্যে রায় ঘোষণা হবে। তাও হয়নি। রায়দানের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারিত হয়। সেই সময় আবার পিছিয়ে আগামী শুক্রবার করা হয়েছে। প্রসঙ্গত, মামলায় ভিনেশের প্রতিপক্ষ বিশ্ব কুস্তি সংস্থা ও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। আন্তর্জাতিক আদালতের নির্দেশে অলিম্পিক্সে বিনেশ ফোগাটের রুপোর দাবির মামলার রায়দান আবার পিছিয়ে গেল। শুক্রবার রায় ঘোষণা হওয়ার কথা। ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেড়ে যাওয়ায় সোনা জয়ের লড়াইয়ে নামতে দেওয়া হয়নি তাঁকে। রুপোর দাবিতে আদালতের দ্বারস্থ হন এই কুস্তিগির।