আরজি কর-কাণ্ডের সুরাহা নিশ্চিত? দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ দল কলকাতায়, ধৃত বুধেই হেফাজতে?

কলকাতা হাই কোর্টের কড়া নির্দেশ। আরজি কর মামলার তদন্তভার পুলিশের হাত থেকে নিল সিবিআই। সিবিআই টালা থানায় গিয়ে কেস ডায়েরি সংগ্রহ করে। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করতে দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ দল কলকাতায়। সঙ্গে ফরেন্সিক দলও। টালা থানা থেকে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে একটি এফআইআর দায়ের করে। দিল্লি থেকে তদন্তকারী অফিসারেরা বুধ সকালেই কলকাতায়। সিবিআই সূত্রে খবর, বুধবারই এই মামলায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। হেফাজতে নেওয়ার অনুমতি নিতে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করার পরই আরজি কর হাসপাতালে যেতে পারে সিবিআইয়ের বিশেষ দল। ঘুরে দেখবে ঘটনাস্থল। সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞেরাও।

আরজি করের জরুরি বিভাগের চার তলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত কলকাতা পুলিশের। পুলিশি তদন্তে আস্থা ছিল না মৃতার পরিবারের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানিতেও পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, বিরলতম ঘটনায় মানুষের আস্থা অর্জনের জন্য কোনও মামলা রাজ্যের হাত থেকে নিয়ে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়া যেতে পারে।

রাজ্যের সংস্থা মানুষের আস্থা অর্জন করতে না-পারায় স্বচ্ছ, সত্য এবং সম্পূর্ণ তদন্তের জন্য সিবিআই তদন্ত সংস্থাকেই এই মামলার দায়িত্ব দিচ্ছে উচ্চ আদালত। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি তদন্তের নির্দেশ দেওয়ার পরেও জানিয়ে দেন সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই।