February 17, 2025

ভারতে ২০৩৬ এর অলিম্পিক!‌ আয়োজনের সুযোগ পাবে ভারত: ফরাসি প্রেসিডেন্ট

0
Olympic in India

অলিম্পিক ভারতে হবে?‌ ২০৩৬ অলিম্পিকের দাবি জানাবে ভারত। মিশর ছাড়াও আরও একাধিক দেশ বিড জমা দেবে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বিশ্বাস, ভারতও পারবে অলিম্পিক আয়োজন করতে। ভারত সুযোগ পাবে অলিম্পিক আয়োজনের। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক। ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য ভারত ছাড়াও মিশর আবেদন জানাবে। এই দুই দেশই কোনওদিন অলিম্পিক আয়োজন করেনি। দুই দেশই চাইছে ক্রীড়াক্ষেত্রে উন্নতি করতে।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘‌ভারত প্রচণ্ড শক্তিশালী। ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে। অলিম্পিক আয়োজন করার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার, তা তৈরি করার ক্ষমতা ভারতের রয়েছে।’‌ প্রসঙ্গত, ২০২৪ অলিম্পিকের জন্য প্যারিস ছাড়াও বিড জমা করেছিল আমেরিকা। কিন্তু শেষে টেক্কা দেয় প্যারিস। আর আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরকে দেওয়া হয় ২০২৮ অলিম্পিক আয়োজনের দায়িত্ব। সঙ্গে ম্যাক্রো এটাও জানিয়েছেন, প্যারিস অলিম্পিক আয়োজন করতে গিয়ে ভারতের সাহায্য মিলেছে। ভারত অলিম্পিক আয়োজন করলে সাহায্য করবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন সেকথা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed