October 12, 2024

স্পোর্টস ডে-তে আকর্ষণ আনোয়ার, ইস্টবেঙ্গলে সম্মানিত ‘‌হল অব ফেম’‌ লিয়েন্ডার পেজ

0

মঙ্গল সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হল ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে। অনুষ্ঠানের মঞ্চে আনোয়ার আলির হাতে লাল হলুদ জার্সি তুলে দেওয়া হল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর হাতে চার নম্বর জার্সি তুলে দেন। মঞ্চে তখন লিয়েন্ডার পেজ সহ ইস্টবেঙ্গল ক্লাবের পদাধিকারীরা এবং দীপক মণ্ডল। ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান জয়ী দীপককে দিয়েই আনোয়ার বরণ শুরু হয়।

স্পোর্টস ডে-র অনুষ্ঠান দিনভর চললেও মূল আকর্ষণ ছিল আনোয়ারের লাল হলুদ জার্সিতে আত্মপ্রকাশ। গত দু’দিন ধরে অপেক্ষার পরে ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ারের আত্মপ্রকাশ লাল হলুদ জনতার কাছে স্পোর্টস ডে-র উপহার। এদিন আনোয়ার জানান, এই ধরনের অভ্যর্থনা তিনি আশা করেননি। সমর্থকদের ভালবাসায় তিনি আপ্লুত। চেষ্টা করবেন ক্লাবকে সাফল্য দিতে। তবে এখন বলার সময় নয়। ম্যাচ জেতার পরেই কথা বলবেন।

বছরের সেরা অ্যাথলিট (মহিলা) ঝুমা বসুকে সম্মাননা প্রদান করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়িকা ঝুলন গোস্বামী। বছরের সেরা অ্যাথলিট (পুরুষ) কর্ণ বাগ।পঞ্চম থেকে প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড়দের সম্মানিত করেন ক্লাবের সহ সভাপতি রাহুল টোডি, আই এফ এ সভাপতি অজিত ব্যানার্জি, সি এ বি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি।

প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ সফিক আলী গইন (নিউ আলিপুর সুরুচি সংঘ), দ্বিতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় স্বর্ণদ্বীপ সাঙমা (এডামস ইউনাইটেড), তৃতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় বিফল সর্দার (সাউদার্ন এ সি),চতুর্থ ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ প্রভাস মন্ডল (পশ্চিমবঙ্গ এসোসিয়েশন অফ ডিফ), পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ সমীক বিশ্বাস (আরিয়াদহ স্পোর্টিং ক্লাব)

বছরের সেরা হকি খেলোয়াড় প্রদীপ সিং মোর। সম্মাননা প্রদান করেন ক্লাবের হকি কোচ যোগরাজ সিং, সি এ বি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি। দিনভর অনুষ্ঠানের পাশে দুপুরে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ এবং সন্ধেয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেই মঞ্চে টেনিসের ‘হল অব ফেম’ এ স্থান পাওয়ার জন্য সম্মানিত করা হল লিয়েন্ডার পেজকে। যাকে আগেই ভারত গৌরব সম্মানে সম্মানিত করেছিল ক্লাব। প্রয়াত সচিব দীপক পল্টু দাস মেমোরিয়াল লেকচার দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হল লগ্নিকারী সংস্থার কর্নধার আদিত্য আগরওয়াল, বিভাস আগরওয়ালকে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে সম্মাননা তুলে দেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি অজয় কৃষ্ণ চ্যাটার্জি, ক্লাব সচিব রূপক সাহা।

মোহনবাগান অতীত। পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি। বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, দিল্লি এফসি থেকে পার্মানেন্ট ট্রান্সফারে পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলে আনোয়ার। সেখানে টাকার অঙ্ক জানানো হয়নি। তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী প্লেয়ার আনোয়ার। শোনা যাচ্ছে, প্রায় পাঁচ কোটিতে তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। ইস্টবেঙ্গলে‌ যোগ দিয়ে আনোয়ার বলেন, ‘আমি লাল হলুদ জার্সি পরতে পেরে সম্মানিত এবং গর্বিত। কলকাতা বিমানবন্দরে যে অভিনন্দন পেয়েছি, তাতে মুগ্ধ। সমর্থকরা ইতিমধ্যেই অনেক ভালবাসা এবং সমর্থন দেখিয়েছে। আমি আমার কেরিয়ারের সেরা সময়টা এই ক্লাবকে এবং তাঁদের ফ্যানদের দিতে চাই। সাপোর্টারদের খুশি করতে চাই।’ 


রবিবারই শহরে পা রাখেন আনোয়ার। তারপর তড়িঘড়ি ডুরান্ড কাপে তাঁকে নথিভুক্ত করানো হয়। কিন্তু এখনও লাল হলুদ জার্সিতে অনুশীলনে নামেননি তিনি। তবে আসন্ন ডার্বিতে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার এএফসি কাপের সাংবাদিক সম্মেলনে আনোয়ারকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আনোয়ারের অন্তর্ভুক্তিতে আরও একজন জাতীয় দলের ফুটবলারকে আমরা পেলাম, যার অভিজ্ঞতা আমাদের খুবই কাজে লাগবে। এবার অনেক তরুণ প্লেয়ার ইস্টবেঙ্গলে নিজের ভবিষ্যৎ দেখছে। যা দেখে ভাল লাগছে।’ ইস্টবেঙ্গলের জার্সিতে আনোয়ার মাঠে নামলেও, ক্লাবকে গুনতে হবে বড় জরিমানা। পাশাপাশি ট্রান্সফার ব্যানও হবে। ২২ আগস্টের বৈঠকে টাকার অঙ্ক ঠিক হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed