November 12, 2024

প্যারালিম্পিকে বড় লজ্জা ভারতের, ডোপিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে নির্বাসিত সোনাজয়ী শাটলার প্রমোদ

0

অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য তাঁকে ১৮ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। অভিযোগ, গত ১২ মাসে তিনবার তিনি অ্যান্টি ডোপিংয়ের নিয়ম ভেঙেছেন। প্যারিস প্যারা অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা প্রমোদ ভগত। টোকিও প্যারা অলিম্পিকে সোনা জিতেছিলেন। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন জানিয়েছে, টোকিও প্যারা অলিম্পিকের সোনাজয়ী শাটলারকে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য ১৮ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। যে কারণে প্যারিস প্যারা অলিম্পিক থেকে ছিটকে গেলেন প্রমোদ। গত ১ মার্চ কোর্ট অফ অরবিট্রেশন অফ স্পোর্টসের অ্যান্ট ডোপিং শাখা প্রমোদের ডোপিং নিয়ম লঙ্ঘনের কথা জানায়। সিদ্ধান্তের ভিত্তিতে প্রমোদ পাল্টা আবেদন জানান তাঁর বিরুদ্ধে সাসপেনশন তুলে নেওয়ার জন্য। গত ২৯ জুলাই প্রমোদের আবেদন খারিজ করে দেয় আদালত এবং অ্যান্টি ডোপিং শাখার সিদ্ধান্তকে বহাল রাখে। টোকিওতে প্রমোদ পুরুষদের এসএলথ্রি সিঙ্গলস বিভাগে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে হারিয়ে সোনা জিতেছিলেন। ৩৫ বছর বয়সী ভগত টোকিও প্যারা অলিম্পিকের ফাইনালে প্রথম সেটে হেরে গিয়েও কামব্যাক করে সোনা জেতেন।

খেলার ফলাফল ছিল ১৪-২১, ২১-১৫, ২১-১৫। ১ ঘণ্টা ৪০ মিনিটের খেলায় সোনা জেতেন ভারতীয় প্যারা ব্যাডমিন্টন তারকা। ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন প্রধান কোচ গৌরব খান্না জানান, ‘প্যারা অলিম্পিকে ভারতের জন্য নিশ্চিত পদক ছিল ব্যাডমিন্টনে। তবে আমি নিশ্চিত প্রমোদ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে’। তিন বছর বয়সে পোলিওতে সংক্রমিত হয়ে বাঁ-পা অচল হয়ে যায় প্রমোদের। দুইবারের এশিয়ান গেমসের সোনাজয়ী প্রমোদ বর্তমানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে। ২৮ আগস্ট থেকে শুরু প্যারালিম্পিক। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অলিম্পিকের পর প্যারালিম্পিকও আয়োজিত হবে প্যারিসেই। সেখানেই পদকজয়ের অন্যতম সম্ভাবনা ছিল প্রমোদের থেকে। গত অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের SL3 ক্যাটাগরিতে তিনি গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথহেলকে হারিয়ে সোনা জেতার পাশাপাশি আরও অনেক সাফল্য জড়িয়ে রয়েছে এবার জড়িয়ে গেল ডোপিংয়ের কলঙ্কও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed