স্বাধীনতা দিবসে বিশেষ সাক্ষাৎ মেদির, ভারতীয় অলিম্পিক অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী
অলিম্পিক শেষের পর প্রতিযোগীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছিলেন মোদি। প্যারিস অলিম্পিকের পালা শেষ। ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করা অ্যাথলিটদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন। খেলাধুলোর জগৎ নিয়ে প্রায়শই আগ্রহ দেখান প্রধানমন্ত্রী। গত বছর ওয়ানডে বিশ্বকাপ হারার পর সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে গিয়েছিলেন। আবার এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিতরা দেশে ফেরার পর ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে আড্ডা। এবার অলিম্পিকের অ্যাথলিটদের সঙ্গেও দেখা করবেন মোদি। স্বাধীনতা দিবসের দিন নয়া দিল্লিতে দুপুর একটা নাগাদ তিনি অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও থাকবেন অ্যাথলিটরা।
প্যারিস অলিম্পিক থেকে মোট ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ভিনেশ ফোগাটের রুপো পাওয়ার আবেদন এখনও ক্রীড়া আদালতে বিচারাধীন। প্যারিস অলিম্পিকে মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু এবং সরবজ্যোত সিংয়ের জুটি তৃতীয় স্থান পেয়েছে। শুটিংয়ে স্বপ্নিল কুসালে, কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ পেয়েছেন। তৃতীয় স্থান পেয়েছে ভারতের হকি দলও। একমাত্র জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া। এবছর কোনও সোনা পায়নি ভারত।