October 7, 2024

“স্পোর্টস ডে” পালিত লাল হলুদ ক্লাব তাঁবুতে, ইস্টবেঙ্গলে রেজিস্ট্রেশন আনোয়ারের, ১৮ আগস্ট ডুরান্ড ডার্বি খেলতে পারবেন?

0

“স্পোর্টস ডে” পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে ক্লাব তাঁবুতে সকাল ১০ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া,সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, তপন রায়, চন্দন সেনগুপ্ত, আই এফ এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়, ক্লাবের রিজার্ভ ফুটবল টিমের ফুটবলাররা। ক্লাব পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি, সচিব ও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা।

ক্লাব তাঁবুতে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সর্বমোট রক্তদান করেন ২৪০ জন রক্তদাতা। রক্তদাতাদের হাতে লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের সই করা মানপত্র তুলে দেওয়া হয়।

ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হয় প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির। ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুবীর হালদার, ডাঃ শাম্ব সমাজদার, ডাঃ গৌতম কর, ডাঃ বিবর্তন সাহা, ডাঃ রক্তিম ঘোষ

ইস্টবেঙ্গলে রেজিস্ট্রেশন আনোয়ারের। আসন্ন ডুরান্ড কাপের ডার্বিতে লাল-হলুদ জার্সি গায়ে নেমে পড়বেন তিনি? ডার্বিতে তাঁর খেলা না খেলা নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের উপরে। তিনি চাইলে আনোয়ার খেলবেন। না চাইলে খেলবেন না। আনোয়ারকে নিয়ে উত্তাল দেশের ফুটবলমহল।

যে ফুটবলারের জন্য সমর্থকদের ইস্টবেঙ্গলের এত উন্মাদনা, এত আবেগ, সেই আনোয়ার আলির নাম এখনও সরকারিভাবে ঘোষণা করেনি লাল হলুদ কতৃপক্ষ। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির রিপোর্ট আনোয়ার নিজের ইচ্ছে মতো ক্লাব বেছে নিতে পারবেন। কমিটির এই রায়কেই গণ্য করা হবে তাঁর পূর্বতন ক্লাব, অর্থাৎ মোহনবাগানের ‘এনওসি’ হিসাবে।

সোমবার আনোয়ারের নাম নথিভুক্ত করাল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে দুই ম্যাচ জিতে ছন্দে ইস্টবেঙ্গল। রবিবার বাংলা দ্বিখণ্ডিত হওয়ার ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে আনোয়ারের দিকে। নজর ইস্টবেঙ্গলের দিকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed