October 7, 2024

সপ্তাহের প্রথম দিনই কাটবে ভালোভাবেই, অর্থ, যশ, খ্যাতি সম্বলিত দৈনিক রাশিফল এক নজরে

0

মেষ – খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। দাম্পত্য কলহের কারণে মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বৃদ্ধি। বাড়িতে অতিথি আসতে। কোনও কাজে সময় নষ্ট। চাকরির শুভ যোগাযোগ লাভে আনন্দ। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। সারা দিন প্রিয়জনের সঙ্গলাভ।

বৃষ – আত্মীয়ের সঙ্গে তর্ক। কাজের ব্যাপারে উদ্বেগ। খেলাধুলার জন্য পুরস্কৃত। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের জন্য যোগাযোগ। মা-বাবার সঙ্গে বিশেষ আলোচনা। ব্যবসায় লাভের যোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায়। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি। চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা।

মিথুন – সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার খরচ। সন্তানের জন্য দুশ্চিন্তা। ব্যবসার কাজে মাথাগরম করলে বুদ্ধির ভুলে ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ।

কর্কট – মিথ্যা বদনাম থেকে সাবধান। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। বিশ্বাসযোগ্য মানুষ ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ। লিভারের সমস্যায় ভোগান্তি। মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

সিংহ – কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট। সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসায় লাভ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। কুকথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শরীরে কষ্ট বৃদ্ধি। কারও দ্বারা ক্ষতির সম্ভাবনা। অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলতে হবে। প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে।

কন্যা – বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনও কাজ আপনাকে অবাক করবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। গৃহনির্মাণের পরিকল্পনা ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট।

তুলা- দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ। নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ। ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি।

বৃশ্চিক – প্রেমে বিবাদ বিচ্ছেদ। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট। কর্মস্থানে উন্নতির সুযোগ। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। দাম্পত্য বিবাদ থেকে সাবধান। দুর্বুদ্ধিকে প্রশ্রয় না। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অর্থাভাবের যোগ।

ধনু – কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর জন্য সম্মানহানি। সেবামূলক কাজে আনন্দ লাভ। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। বন্ধুদের জন্য কষ্ট বাড়তে পারে। শুভকাজে সাফল্য লাভ। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় অন্যেরা সন্তুষ্ট হবেন।

মকর – কর্মক্ষেত্রে উন্নতির যোগ। সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে। শিক্ষকদের জন্য ভাল খবর। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ – অকারণে ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয় হতে পারে। বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা। অতিথির জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ।

মীন – সকালের দিকে পেটব্যথায় কষ্ট। কেনাকাটার জন্য খরচ। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসার কাজে আনন্দ পাবেন। বিবাহের যোগাযোগ। দুপুরের পরে একটু সাবধান, বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে। আর্থিক সুবিধাপ্রাপ্তির যোগ। সামাজিক সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে বাড়তি আয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed