মঙ্গলে ‘স্পোর্টস ডে’ অনুষ্ঠানে আনোয়ার! ইস্টবেঙ্গলে সই করতে তেমন কোনও বাধা নেই

আনোয়ার আলি ইস্টবেঙ্গলেই খেলবেন? এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। ঘোষণাতেও বিশেষ বিলম্ব নেই। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়ে দিয়েছে যে আনোয়ার নিজের ইচ্ছে মতো ক্লাব বেছে নিতে পারবেন। কমিটির এই রায়কেই গণ্য করা হবে তাঁর পূর্বতন ক্লাব, অর্থাৎ মোহনবাগানের ‘এনওসি’ হিসাবে। ইস্টবেঙ্গলে সই করতে তেমন কোনও বাধা নেই আনোয়ারের সামনে।
অপেক্ষা ২২ আগস্ট কমিটির চূড়ান্ত রায়ের জন্য। কমিটিকে নিজেদের বক্তব্য জানাতে ১০ দিন সময় চেয়েছিল আনোয়ারের বর্তমান ক্লাব দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল। সেই বক্তব্য শোনার পর চূড়ান্ত রায় দেবে কমিটি। সেই রায় ঘোষণার আগে আনোয়ারকে সই করাতে এমনি কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গলের। তবে আপাতত আইনি পরামর্শ নিয়ে বিষয়টি পরিষ্কার করেই আনোয়ারকে সই করিয়ে তাঁর রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হবে। সেই পর্ব মিটলে সরকারিভাবে ক্লাবের তরফে ঘোষণা করা হবে। ১৩ আগস্ট ক্লাবের ‘স্পোর্টস ডে’ উপলক্ষে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকতে পারেন আনোয়ার।
সরকারি ঘোষণার অপেক্ষায় না থেকে কয়েক হাজার সমর্থক পতাকা-ঢোল নিয়ে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। যাঁদের ভিড়ে নির্ধারিত গেট থেকেই বের করা হয়নি আনোয়ারকে। নিয়ে যাওয়া হয় অন্য গেট থেকে। আনোয়ারের সঙ্গে কলকাতায় আসেন দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজও। সবুজ-মেরুন ডিফেন্সে আনোয়ারের সঙ্গী হেক্টর ইউস্তে আগেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। তিনি ভিসা পেয়ে যাবেন বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের কলকাতাতেই।