February 18, 2025

‘যোগ্য হিসাবেই ভিনেশকে পদক দেওয়া উচিত’ ভারতকে সাধারণত একটি নিরাপদ দেশ হিসাবেই গোটা বিশ্ব চেনে, বাংলাও নিরাপদ :‌ সৌরভ

0
Sourav Ganguly

প্রতিবাদী কুস্তিগিরের হয়ে সওয়াল সৌরভের। ভিনেশের হয়ে এর আগে মুখ খুলেছিলেন শচীন তেণ্ডুলকরও।
যোগ্য অ্যাথলিট হিসাবেই অলিম্পিকে পদক পাওয়া উচিত ভিনেশ ফোগাটের, বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্টের মতে, যেহেতু নিয়ম মেনে বাউট জিতে ফাইনালে উঠেছেন ভিনেশ তাই রুপোর পদক জেতার যোগ্যতা রয়েছে। ভিনেশকে কোনও পদক দেওয়ার নিয়ম নেই বলে জানিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। সেই নিয়মকে চ্যালেঞ্জ করে ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় কুস্তিগির।

ক্রীড়া আদালতে ভিনেশের আবেদনের শুনানি হয়েছে। ভারতীয় কুস্তিগরের কাছে বেশ কিছু প্রশ্নের জবাবও চেয়েছে আদালত। রবিবার সেই প্রশ্নের উত্তর দেবেন ভিনেশ। তার পরে মঙ্গলবার এই মামলা নিয়ে রায় ঘোষণা করবেন ক্রীড়া আদালতের বিচারক। এহেন পরিস্থিতিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, নিয়মের মারপ্যাঁচ নয় বরং যোগ্য অ্যাথলিট হিসাবেই পদক জিততে পারেন ভারতের ভিনেশ।

রবিবার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। সেখানেই ভিনেশের পদক বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে মহারাজ জানান, ” কুস্তির নিয়মকানুন সম্পর্কে আমার সেভাবে জানা নেই। কিন্তু ভিনেশ তো নিয়ম মেনেই ফাইনালে উঠেছে। তাহলে পদক দেওয়া হবে না কেন?” একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছিলেন। মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য তাঁকে সোনার পদকের ম্যাচে নামতে দেওয়া হয়নি। ভিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন নীরজ চোপড়া। সোশাল মিডিয়ায় ভিনেশের সমর্থনে বার্তা দিয়েছিলেন শচীন তেণ্ডুলকরও। ভিনেশ যাতে পদক পান সে জন্য তিনি প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

এদিকে, আরজি কর-কাণ্ডে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আরজি করে যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করেছেন। শুক্রবার আরজি কর হাসপাতাল থেকে এক মহিলা চিকিৎসককে হাসপাতালের মধ্যেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। রবিবার সেই নিয়ে প্রশ্নে মর্মাহত সৌরভ বললেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ছেলে হোক বা মেয়ে, কারও সঙ্গেই এমন হওয়া উচিত নয়। ভারতকে সাধারণত একটি নিরাপদ দেশ হিসাবেই গোটা বিশ্ব চেনে। বাংলাও নিরাপদ। সেখানে এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। কোনও একটি নির্দিষ্ট ঘটনা থেকে সামগ্রিক চিত্র বিচার করা উচিত নয়। তবে প্রতিটি হাসপাতালে যে সিসিটিভি ক্যামেরার নজরদারি অত্যন্ত প্রয়োজন, সেটির দিকেও আলোকপাত করেন।”

কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি উৎসবের মেজাজে বাংলার সবচেয়ে প্রিয় ইলিশ রান্নার ঐতিহ্য উপভোগ কলকাতায় অনুষ্ঠিত ফরচুন কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ইলিশ উৎসবে। কিংবদন্তি সৌরভ এই অনুষ্ঠানে ছোটবেলার প্রিয় ইলিশের পদটি রাঁধেন। সারাদিন চলা এই অনুষ্ঠানে ৫০ জন প্রতিভাবান ফাইনালিস্টের রান্নার নৈপুণ্য তুলে ধরা হয়েছে। লাইভ রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ইলিশের নানা সুস্বাদু পদ রান্নায় নিজেদের দক্ষতা দেখান। গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের পুরস্কার অর্থ, সার্টিফিকেট এবং স্মারক দেওয়া হয় তাঁদের রান্নার নৈপুণ্যের জন্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed