নিজেদের ভুলেই জোড়া গোল হজম! লিগে জর্জ টেলিগ্রাফের কাছে হার মোহনবাগানের

মোহনবাগান ১ (সেরটো)
জর্জ টেলিগ্রাফ ২ (অমিত এক্কা ২)
কলকাতা লিগের মোহনবাগানের ধারাবাহিকতার সমস্যা প্রায়ই ভুগিয়েছে। সবুজ-মেরুনকে গত দুম্যাচে দুরন্ত জয় দিয়ে আশার আলো জ্বালিয়েছিল ডেগি কার্ডোজ। সুপার সিক্সের আশাও জেগে উঠেছিল। সেই লক্ষ্যে ধাক্কা। জর্জ টেলিগ্রাফের কাছে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারল মোহনবাগান। কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগানের খেলায় কোনও ছন্দ ছিল না। সেই সুযোগটাই নিলেন জর্জের অমিত এক্কা। ৩০ মিনিটের মাথায় সেরটো পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিলেন মোহনবাগানকে। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ার করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। সুযোগ হাতছাড়া করেননি সেরটো।

আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে পারলেন না টাইসন সিংরা। সমানে-সমানে টক্কর দেয় জর্জ টেলিগ্রাফ। বিশেষ করে সুমিত রাঠিদের রক্ষণভাগ নিয়ে প্রশ্ন উঠে যেতে বাধ্য। তাঁর ভুল থেকেই ৫৩ মিনিটে আক্রমণ তুলে আনেন রাজেন। সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। সেখান থেকে গোল করেন এক্কা। চার মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। ভুল করলেন মোহনবাগানের গোলকিপার রাজা বর্মণ। তাঁর ভুল থেকে বল পেয়ে গোল করে যান সেই অমিত এক্কা। বল গোললাইন অতিক্রম করেছিল কিনা সেই নিয়ে কথা উঠলেও রেফারি কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত ২-১ গোলেই হার মোহনবাগানের।

লিগ টেবিলে মোহনবাগানের প্রথম তিনে থাকা কঠিন হয়ে পড়েছে। এই গ্রুপে ইস্টবেঙ্গল, ভবানীপুর, কাস্টমস অনেকটাই এগিয়ে। সুপার সিক্সে থাকতে হলে কঠিন লড়াই করতে হবে ডেগি কার্ডোজোর সেনানিদের।