১৩ সেপ্টেম্বর শুরু আইএসএল, ৪ মে ফাইনাল, কলকাতা ডার্বি কবে?
আইএসএল শুরুর দিনক্ষণ। জানাল এফএসডিএল। ১৩ সেপ্টেম্বর শুরু আইএসএল। ৪ মে ফাইনাল। প্রায় আট মাস ধরে চলবে আইএসএল। আইএসএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ৯ সেকেন্ডের প্রোমো পোস্ট করে আইএসএল শুরুর তারিখ উল্লেখিত। এখনও সূচি প্রকাশিত হয়নি। দুটো ডার্বির তারিখও জানানো হয়নি। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় আইএসএল। গতবছর থেকে সেপ্টেম্বরে শুরু হচ্ছে। অক্টোবরে প্রথম ডার্বি হতে পারে। শীঘ্রই প্রথম পর্বের সূচি প্রকাশিত হবে।
গতবছরের লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। আইএসএল জেতে মুম্বই সিটি এফসি। এবার দুই প্রধানই শক্তিশালী দল গড়েছে। মোহনবাগানে জেমি ম্যাকলারেনের মতো বিশ্বকাপার। ইস্টবেঙ্গল সই করিয়ে গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স ডিয়ামানটাকোসকে। যোগ দিয়েছেন ফরাসি প্লে মেকার মাদি তালালও। কলকাতার দুই প্রধানই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। আইএসএল খেলার যোগ্যতাঅর্জন করেছে মহমেডান স্পোর্টিংও। প্রথমবার কলকাতার তিন দল আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ খেলতে চলেছে।
আনোয়ার আলি কোন দলের ফুটবলার? মোহনবাগান না ইস্টবেঙ্গল? বিতর্কে দিল্লি এফসিও। আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। সর্বভারতীয় ফুটবল সংস্থা ও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে পারে ইস্টবেঙ্গল ও দিল্লি। আনোয়ারের শুনানি দু’সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে । তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানায়নি দু’দল।
সর্বভারতীয় ফুটবল সংস্থা ও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল আনোয়ার ও মোহনবাগানের। পাঞ্জাবের ফুটবলার যে প্রক্রিয়ায় মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙেছেন, তা অনৈতিক। নিয়মভঙ্গের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে শাস্তির কোপে পড়তে পারে দিল্লি এফসিও। ফলে নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে দুই ক্লাব।