February 18, 2025

ভিনেশের আবেদন মঞ্জুর!‌ দেওয়া হবে যৌথ রুপো?

0
Vinesh Phogot

ভিনেশ ফোগাতকে যৌথ রুপো দেওয়া হবে? আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দুটো বিষয় নিয়ে আবেদন করেছিলেন ভিনেশ ফোগাত। ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে অংশ নেওয়ার দাবি জানিয়ে ভারতীয় কুস্তিগিরের আবেদন খারিজ হয়ে যায়। তাঁর দ্বিতীয় আবেদন গৃহীত হয়েছে। তাঁকে যৌথ রুপো দেওয়ার আবেদন জানিয়েছিলেন ভিনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভারতীয় কুস্তিগিরের হয়ে প্রতিনিধিত্বে প্রখ্যাত আইনজীবী হরিশ সালভে। একটি রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ভারতীয় সময় দুপুর দেড়টায় শুনানি হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়। ভার্চুয়ালি শুনানির অপেক্ষায় দেশবাসী স্বপ্নে আচ্ছন্ন, ভিনেশের পক্ষে রায় গেলে যৌথভাবে তাঁকে রুপো দেওয়া হবে।

৫০ কেজি ফ্রিস্টাইলে সোনা জেতেন আমেরিকান কুস্তিগির সারা অ্যান গিলডেব্র্যান্ডট।‌ প্রথমে তিনি ভেবেছিলেন, ভিনেশ নাম প্রত্যাহার করে নিয়েছে। পরে তিনি গোটা ঘটনা জানতে পারেন। প্রসঙ্গত, ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় ৫০ কেজি কুস্তির ফাইনালে অংশ নিতে পারেননি ভিনেশ। অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন করেও লাভ হয়নি। কোর্ট অফ আরবিট্রেশনে আবেদন করেন ভিনেশ‌। মামলার রায় জানার আগেই অবসরের সিদ্ধান্ত নেন ভিনেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed