February 17, 2025

নীরজ চোপড়ার সোনার লড়াই, পদক হাতছাড়া চানুর!জ্যাভলিনের ফাইনালে টোকিওর সোনাজয়ী, ব্রোঞ্জের লড়াইয়ে হকি দল

0
Neeraj Chopra

পর পর দু’বার অলিম্পিক্সে সোনা জেতার লক্ষ্যে আজ নামছেন নীরজ চোপড়া। তিনি কি ইতিহাস তৈরি করতে পারবেন? নীরজ ছাড়া অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে ভারতীয়দের মধ্যে সোনা আছে শুধু অভিনব বিন্দ্রার। আশা জাগিয়েও পদক জিততে পারলেন না টোকিওতে রুপোজয়ী মীরাবাই চানু। তাঁকে থামতে হল চতুর্থ স্থানে। ইতিহাস গড়ে ফাইনালে উঠেও পদক পেলেন না অবিনাশ সাবলে। নীরজ জ্যাভলিনে চ্যাম্পিয়ন হলেই ভারতের সর্বকালের সেরা অলিম্পিয়ান? নীরজের জ্যাভলিন থ্রো ফাইনাল রাত ১১:৫৫ থেকে।

তিন বছর পর হকিতে ব্রোঞ্জ পাবে ভারত?
টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভরতীয় হকি দল প্যারিসেও ব্রোঞ্জের লড়াইয়ে। স্পেনের বিরুদ্ধে নামছে। সেমিফাইনালে জার্মানির কাছে হেরে হরমনপ্রীত সিংরা ছিটকে গেছেন সোনা-রুপোর লড়াই থেকে। ব্রোঞ্জ পদকের ম্যাচ বিকেল ৫:৩০ থেকে। এ ছাড়াও ভারত নামছে কুস্তি, গল্ফে।

অলিম্পিকে আজ ভারত

অ্যাথলেটিক্স সকাল ১১টা
ম্যারাথন রেস ওয়াক রিলে মিক্সড
সুরজ পানোয়ার/প্রিয়াঙ্কা

পুরুষদের হাই জাম্প কোয়ালিফিকেশন
সর্বেশ অনিল কুশারে বেলা ১টা ৩৫

মহিলাদের ১০০ মিটার হার্ডলস রাউন্ড ওয়ান বেলা ১টা ৪৫
জ্যোতি ইয়ারাজি

মহিলাদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন-গ্রুপ এ
বেলা ১টা ৫৫

অনু রানি

পুরুষদের ট্রিপল জাম্প কোয়ালিফিকেশন রাত ১০টা ৪৫
আবদুল্লা
প্রবীণ চিত্রাভেল

পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল রাত ১টা ১৩
অবিনাশ সাবলে

গল্ফ
মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ১ বেলা ১২টা ৩০
অদিতি অশোক
দীক্ষা ডাগার

টেবিল টেনিস
মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল বেলা ১টা ৩০
ভারত-জার্মানি

কুস্তি
মহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি বিভাগ
বেলা ২টো ৩০
অন্তিম অন্তিম-জেয়নেপ ইয়েটগিল (তুরস্ক)

ভারোত্তোলন রাত ১১টা
মহিলাদের ৪৯ কেজি বিভাগ
মীরাবাই চানু

ডুরান্ড কাপে মোহনবাগানের খেলা। এটি সবুজ-মেরুনের দ্বিতীয় ম্যাচ। মোহনবাগানের সামনে ইন্ডিয়ান এয়ার ফোর্স। প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে ১-০ গোলে জেতে মোহনবাগান। যুবভারতীতে খেলা বিকেল ৪টে থেকে। খেলার সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed