মুকুটহীন সম্রাজ্ঞী, ষড়যন্ত্র! ভিনেশের ছিটকে যাওয়া?
হাল ছাড়ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ। বৃহস্পতিবার মামলার রায়।
ভিনেশ ফোগাতের অলিম্পিক থেকে ছিটকে যাওয়া নিয়ে গোটা দেশ তোলপাড়। কয়েকঘন্টার মধ্যে কীভাবে এতটা ওজন বেড়ে গেল সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। এবার সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিলেন অনেকেই। একইসঙ্গে ভারতের ক্রীড়া ইতিহাসে এই দিনটিকে ‘কালো দিন’ বলে উল্লেখ করেন। ব্রিজভূষণ ঘটনা? ভিনেশের অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবার মতবিরোধ। ‘১৪০ কোটি ভারতীয় হতবাক। এটা বিশাল ষড়যন্ত্র। তৎকালীন রেস্টলিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিংয়ের নামে দেশের বিশ্বচ্যাম্পিয়ন মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন করার অভিযোগ ছিল। দেশের মেয়েকে দিল্লির যন্তরমন্তরের রাস্তায় পুলিশের হেনস্থা করার ঘটনাও দেখা যায়। এই মেয়েটির বিশ্ব জয় করার ক্ষমতা ছিল। আমাদের দেশের সিস্টেমের কাছে হার বলে তির্যক অভিযোগ। ভিনেশের এই সাফল্যে অন্তর্ঘাতের প্রশ্নও উঠে এসেছে!
ভিনেশের এই ঘটনাকে প্রথমেই ষড়যন্ত্রের তকমা দেন বিজেন্দ্র সিং। প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন জানান, যারা ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য সহ্য করতে পারেন না, এটা তাঁদেরই ষড়যন্ত্র। বিজেন্দ্র বলেন, ‘আমার ধারণা এটা অন্তর্ঘাত। মাত্র ১০০ গ্রাম! ইয়ার্কি হচ্ছে নাকি! অ্যাথলিটরা এক রাতে পাঁচ-ছয় কেজি কমিয়ে ফেলতে পারে। সেখানে ১০০ গ্রামের জন্য আটকে গেল! এটা কঠিন হলেও, আমরা জানি খিদে কীভাবে কন্ট্রোল করতে হয়। অন্তর্ঘাত বলার কারণ, অনেকেই ভারতের ক্রীড়াক্ষেত্রে সাফল্য দেখতে পছন্দ করে না। এই মেয়েটা এতো কিছুর মধ্যে দিয়ে গিয়েছে। ওর জন্য হৃদয় ভেঙে যাচ্ছে।’ ভিনেশের হয়ে আবেদন করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনা নেই বললে ভুল হবে না। অলিম্পিক্স থেকে কুস্তিগির বিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে দেশের ক্রীড়ামহল এবং রাজনীতি যখন আলোড়িত। মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে সোনার পদকের জন্য লড়াই করার কথা বিনেশের। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়। বিনেশ সারা রাত না খেয়ে, না ঘুমিয়ে, সাইক্লিং, জগিং করে এক কেজি ৯০০ গ্রাম ওজন কমিয়েছিলেন। চুল ছেঁটে, রক্ত বার করে নিয়েও ওজন ৫০ কেজিতে নামানো যায়নি। এই ঘটনায় বিভিন্ন মহল নানা প্রশ্ন তুলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বিনেশকে উৎসাহ দিয়েছেন। ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষাকে ফোন করে বিশ্ব অলিম্পিক্স সংস্থায় অভিযোগ জানানোর কথা বলেছিলেন মোদী। সে সবের পর অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মুকুটহীন সম্রাজ্ঞী বিনেশকে।
ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স থেকে বাতিল হলেও হাল ছাড়ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করে রুপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। বৃহস্পতিবার মামলার রায়। বিনেশের দাবি, মঙ্গলবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। তখন ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। তা হলে ফাইনালে না খেলতে পারায় তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ১৯৮৩ সালে গঠন করা হয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। খেলা সংক্রান্ত কোনও অভিযোগ সেখানে করা য়ায়। এই আদালতে ব্যক্তিগত ভাবে ক্রীড়াবিদেরা অভিযোগ করতে পারেন। আবার কোনও দেশের ক্রীড়া সংস্থাও সেখানে অভিযোগ করতে পারে। আদালত বিনেশের পক্ষে রায় দিলেই রুপো পাওয়ার একটি সুযোগ রয়েছে ভারতীয় কুস্তিগিরের। কারণ, যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন যে, তাঁর পদক কেড়ে নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে ক্রীড়াবিদের পক্ষে রায় হলে পদক ফিরে পাবেন। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাকে নিজেদের ভুল স্বীকার করে সেই ক্রীড়াবিদকে পদক ফিরিয়ে দিতে বাধ্য।