ডুরান্ডে নকআউট টিকিট নিশ্চিত করতে চান কুয়াদ্রাত!কাশ্মীরের দলের বিরুদ্ধে কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডাউনটাউন এফসি
মঙ্গলবার রাজারহাটের এআইএফএফের সেন্টার অফ এক্সেলেন্সে ক্লোজড ডোর প্রস্তুতি সারে লাল হলুদ ব্রিগেড। অনুশীলনের প্রথম ১৫ মিনিটও দেখতে দেওয়া হয়নি কাউকেই। প্রথম ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও দাপুটে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল। মরশুমের বোধনেই হিট মাদি তালাল, দিমিত্রিয়স ডিয়ামানটাকোস জুটি। কাশ্মীরের বিরুদ্ধে জয় তুলে নিয়ে নক আউট পর্বের ছাড়পত্র সংগ্রহ করতে চাইছেন কুয়াদ্রাত। কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে ডুরান্ড কাপে বড় জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল। বুধবার দ্বিতীয় ম্যাচ লাল হলুদের। কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডাউনটাউন এফসি। কাশ্মীরের দলের বিরুদ্ধে ডুরান্ডের অভিষেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল মোহনবাগান। সেই কারণেই হয়তো একটু বেশি সতর্ক কুয়াদ্রাত।
ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেরর আগে কুয়াদ্রাতের কথায়, ‘দল ধীরে ধীরে উন্নতি করছে। গত সপ্তাহে ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। নকআউট পর্বের ছাড়পত্র পেতে আমাদের ডাউনটাউনের বিরুদ্ধে জিততেই হবে। আমরা জয়ের জন্য অলআউট ঝাঁপাব।’ কোনও রাখঢাক না করেই আক্রমনাত্মক খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ। মাঠে বসে মোহনবাগানের সঙ্গে কাশ্মীরের দলের খেলা দেখেছেন। সুতরাং, প্রতিপক্ষ সম্বন্ধে অবগত। দলে তিন বিদেশি রয়েছে। মোহনবাগানের কাছে হারলেও বায়ুসেনাদের হারায় ডাউনটাউন। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চোট চিন্তার রাখছে কুয়াদ্রাতকে। গত দু’দিন অনুশীলনে আসেননি ডিয়ামানটাকোস। বুধবার তাঁকে পাওয়া যাবে কিনা জানা নেই। ক্লেইটন সিলভা সম্পূর্ণ ফিট নয়। অনিশ্চিত নন্দকুমার। গ্রুপের শেষ ম্যাচ ডার্বি। সেই পর্যন্ত ভাগ্য ঝুলিয়ে রাখতে চান না লাল হলুদের স্প্যানিশ কোচ। বুধবার জিতেই নকআউট নিশ্চিত করাই লক্ষ্য কুয়াদ্রাতের।