খোয়ালেন শ্রীলঙ্কা সিরিজ, অভিষেকেই গম্ভীর জমানার অপ্রত্যাশিত পরাজয়
কোচ হিসেবে প্রথম একদিনের সিরিজ হারলেন গৌতম গম্ভীর। তিন ম্যাচের সিরিজ ০-২ এ হার ভারতের। পরপর দুটি ম্যাচ হারলেন রোহিতরা। ২৭ বছর পর লজ্জার হার ভারতীয় দলের। ১৯৯৭ সালের পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। এদিন গম্ভীরের জমানায় সেই লজ্জার দিন এল। ১১০ রানে বিশাল জয় শ্রীলঙ্কার। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ২৬.১ ওভারে ১৩৮ রানে অলআউট ভারত। স্পিনের সামনে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটারদের। পাঁচ উইকেট নেন দুনিথ ওয়েল্লালাগে। রোহিত শর্মা ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কেউই দাঁড়াতে পারেনি।
তৃতীয় ম্যাচে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত। প্রথম উইকেটে ৮৯ রান যোগ করে পাথুম নিশঙ্কা এবং অভিষ্কা ফার্নান্দো জুটি। ৬৫ বলে ৪৫ করেন নিশঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসের ভীত গড়ে দেন আরেক ওপেনার। মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করেন। ১০২ বলে ৯৬ করে আউট হন ফার্নান্দো। ইনিংসে ছিল ২টি ছয়, ৯টি চার। ওয়ান ডাউনে নেমে অর্ধশতরান কুশল মেন্ডিসের। ৫৯ রান করেন তিনি। মিডল অর্ডার ব্যর্থ। ৬৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষদিকে ২৩ রান যোগ করেন কামিন্দু মেন্ডিস। রান তাড়া করতে নেমে ডাহা ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। প্রথম সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিকে খেলার অনুরোধ জানিয়েছিলেন গম্ভীর। সিরিজ বাঁচাতে পারল না দুই মহাতারকা। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ রান ভারত অধিনায়কের। ২০ বলে ৩৫ রান করেন রোহিত। দুই অক্ষরের রানে পৌঁছয় বিরাটও ২০। মিডল অর্ডার পুরো ব্যর্থ। ব্যর্থ শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ। বল হাতে ৩ উইকেট নিলেও অভিষেক ম্যাচে রান পেলেন না রিয়ান পরাগও ১৫। শেষদিকে ৩০ রান যোগ করেন ওয়াশিংটন। কিন্তু সেটা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। ২৬.১ ওভারে ১৩৮ রানে শেষ ভারতের ইনিংস।